হাইলাকান্দিতে প্রাথমিক শিক্ষার উত্তরন হয়েছে : শিক্ষামন্ত্রী

এসএস কলেজের জাঁক জমক প্ল্যাটিনাম জুবিলির সমাপ্ত অনুষ্ঠান____

বরাক তরঙ্গ, ১০ নভেম্বর : হাইলাকান্দির প্রাথমিক শিক্ষা বিভাগে ব্যাপক উত্তরণ হয়েছে, স্কুলে উপস্থিতির হার ও বৃদ্ধি হয়েছে এবার জাতীয় শিক্ষা নীতিকে সঠিক ভাবে চালু করতে হবে।
সোমবার হাইলাকান্দি এসএস কলেজের প্লাটিনাম জুবিলির সমাপ্তি অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডাঃ রণোজ পেগু।এদিন শিক্ষামন্ত্রী কলেজ প্রাঙ্গণে নির্মিত প্লাটিনাম জয়ন্তী স্মারকস্তম্ভের উন্মোচন করেন।

পরবর্তীতে শিক্ষামন্ত্রী ডাঃ পেগু নিজের বক্তব্যে  শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ক্রমবর্ধমান গুরুত্বের ওপর আলোকপাত করেন। তিনি বলেন, সরকার ইতিমধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর শিক্ষা ব্যবস্থা বিদ্যালয় পর্যায়ে চালু করার দিকে বিশেষ জোর দিচ্ছে। তিনি বলেন, “এআই -ভিত্তিক শিক্ষাই ভবিষ্যতের পথ, এবং আমরা চেষ্টা করছি যাতে এটি বিদ্যালয় শিক্ষার অংশ হয়ে শিক্ষাকে আরও আকর্ষণীয় ও কার্যকর করে তোলা যায়।”

স্বাগত বক্তব্য রাখেন ড. রতন কুমার, এবং ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন শ্রীকিষণ সারদা কলেজের গভর্নিং বডির সভাপতি তথা আসাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান দেবতোষ চক্রবর্তী। ডাঃ পেগুকে উষ্ণ অভ্যর্থনা জানায় এস. এস. কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দ। কলেজের এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষক ও প্রাক্তনীরা একত্রিত হন। অনুষ্ঠানে করিমগঞ্জের সাংসদ কৃষ্ণনাথ মালা, হাইলাকান্দির জেলা উপায়ুক্ত অভিষেক জৈনসহ বহু বিশিষ্ট শিক্ষা ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

শিক্ষা মন্ত্রী এদিন সংবাদ মাধ্যম কে জানান, ‘শিক্ষা সেতু’ অ্যাপের সফল প্রয়োগের ফলে আসামজুড়ে শিক্ষকদের উপস্থিতির হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, “অ্যাপটি চালুর পর শিক্ষক উপস্থিতিতে দারুণ উন্নতি লক্ষ্য করা গেছে। তবে এখনও কিছু এলাকায়, বিশেষ করে চা-বাগান ও সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে, ছাত্রছাত্রীদের অনুপস্থিতি একটি চ্যালেঞ্জ।”

ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে ডাঃ পেগু ঘোষণা করেন, রাজ্য সরকার খুব শিগগিরই জাতীয় শিক্ষা নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন পাঠ্যক্রম চালু করবে। তিনি বলেন, নতুন পাঠ্যক্রম শিক্ষাকে আরও আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও দক্ষতা-ভিত্তিক করে তুলবে।

প্রাসঙ্গিক বক্তব্য রাখেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা, গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়, হোজাইয়ের রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মানবেন্দ্র দত্ত চৌধুরী প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক জাকির হোসেন লস্কর, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, হাইলাকান্দির জেলা আয়ুক্ত অভিষেক জৈন, অতিরিক্ত জেলা আয়ুক্ত ত্রিদিব রায় সহ অন্যান্যরা। পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠানে কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *