ইআরসি হাসপাতাল ও মাতৃমণ্ডলের চক্ষু শিবির লোকনাথপুরে

বরাক তরঙ্গ, ১৩ অক্টোবর : শিলচর ইআরসি চক্ষু হাসপাতাল ও ধলাই মাতৃমণ্ডল এনজিও এর যৌথ উদ্যোগে বিনামূল্যে এক প্রাথমিক চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। বৃহস্পতিবার ধলাই কেন্দ্রের নরসিংহপুর উন্নয়ন খণ্ডের অন্তর্গত ২৭১ নং লোকনাথপুর এলপি স্কুলে অনুষ্ঠিত শিবিরে চক্ষু পরীক্ষা সহ সুলভ মূল্যে চশমা দেওয়া হয়। তাছাড়া শিবিরে মোট ১১০ জন লোকের চক্ষু পরীক্ষা করে উপযুক্ত পরামর্শ দেওয়া হয় এবং ২০ জন রোগীর চোখে ছানি শনাক্ত করা হয়।

ইআরসি হাসপাতাল ও মাতৃমণ্ডলের চক্ষু শিবির লোকনাথপুরে

এদিনের শিবিরে উপস্থিত ছিলেন শিলচর ইআরসি হাসপাতালের মোবাইল টিম, হিফজুর রহমান লস্কর, তইবুর রহমান লস্কর, মাতৃমণ্ডল এনজিওর উপ-সভাপতি দক্ষিণা বিশ্বাস, সম্পাদক উত্তম পাল প্রমুখ।
প্রতিবেদক : বিবেক দাস, ভাগা।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *