আমসুর আবেদনে ডেউয়াকুড়ি এলপি স্কুলে স্বাস্থ্য শিবির

বরাক তরঙ্গ, ৭ জুলাই : করিমগঞ্জ জেলার জাতকাপন বরকতপুর জিপির ডেউয়াকুড়ি গ্রামের বেশকটি পরিবার বন‍্যার কবলে পড়ে  ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে। ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন শরনার্থী শিবিরে। ওই এলাকা এখনও জলমগ্ন। অনেকের ঘরে রয়েছে জল। তাই শিবিরে রয়েছে বহু পরিবার আজও। এরমধ্যে মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। এতে সারা আসাম সংখ‍্যালঘু ছাত্র সংস্থার পিএসডি ঘোড়ামারা আঞ্চলিক কর্মকর্তারা কালীগঞ্জ স্বাস্থ্য বিভাগের সঙ্গে যোগাযোগ করে এক স্বাস্থ্য শিবিরের আবেদন জানায়। আবেদনে সাড়া দিয়ে বৃহস্পতিবার কালীগঞ্জ হাসপাতালের চিকিৎসক জাহাঙ্গীর আলম স্বাস্থ্যকর্মীদের নিয়ে ডেউয়াকুড়ি এলপি স্কুল বন‍্যার্ত শিবিরে উপস্থিত হয়ে চিকিৎসা শিবিরের ব্যবস্থা করেন।

আমসুর আবেদনে ডেউয়াকুড়ি এলপি স্কুলে স্বাস্থ্য শিবির

এদিন প্রায় শতাধিক মানুষের চিকিৎসা সহ বিনামূল্যে বিভিন্ন রোগের ওষুধপত্রও দেওয়া হয়। সহযোগিতায় ছিলেন সংগঠনের পক্ষে সভাপতি আফজল হোসেন, সম্পাদক লুকমান হোসেন, প্রচার সম্পাদক জাকারিয়া হোসেন রাজ সহ ঘোড়ামারা আমসুর একাংশ কর্মকর্তারা।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *