হুবহু মানুষ, এক্সরোবটের তৈরি হিউম্যানয়েড রোবটে আলোড়ন

১৯ আগস্ট : হুবহু মানুষের মতোই। চেহারা কিংবা ত্বক সবই মানুষের মতোই। নাড়াতে পারে চোখের পাতা, হাতের আঙুল। সম্প্রতি চিনের বেইজিংয়ে, ওয়ার্ল্ড রোবট কনফারেন্সে প্রদর্শিত হয়েছে এমন বেশ কয়েকটি মানবিক বা হিউম্যানয়েড রোবট। সম্মেলনে রোবটগুলো বেশ আলোড়নও তুলেছে। বিস্ময়কর এ রোবটগুলো তৈরি করেছে চিনা প্রতিষ্ঠান, এক্সরোবট।

এক্সরোবটের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার জিয়ার এ প্রসঙ্গে বলেন, ‘আমাদের সর্বাধুনিক সুপার মোটরের মাধ্যমে রোবটগুলো তার প্রতিটি অংশ নিয়ন্ত্রণ করতে পারে’। এজন্যই রোবটগুলো খুবই স্বাভাবিকভাবে নড়াচড়া করে। তাদের ত্বকসহ সবকিছুই আপগ্রেড করা হয়েছে। এগুলো আনন্দ, দুঃখ, রাগসহ যেকোনো ছোট ছোট অভিব্যক্তি তৈরি করতে সক্ষম।

Author

Spread the News