কাটিগড়ার সহস্রাধিক কং-ইউডিএফ কর্মী অগপতে যোগ

অগপ-র ৩৮ তম প্রতিষ্ঠা দিবসে কাটিগড়ায় ৩৮টি দলীয় পতাকা উত্তোলন

বরাক তরঙ্গ, ১৪ অক্টোবর : প্রতিষ্ঠা দিবসে অগপ দলে যোগ দিলেন হাজারের অধিক কংগ্রেস এআইইউডিএফ দলের কর্মী সমর্থক। শুক্রবার গন পরিষদের ৩৮ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বরাক উপত্যকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তথা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিমলেন্দু সিনহার নেতৃত্বে কাটিগড়ায় ৩৮ টি দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। ওই অনুষ্ঠানে জাহাঙ্গীর আলমের নেতৃত্বে হাজার অধিক কর্মী ইউডিএফ- কংগ্রেস ছেড়ে অগপতে যোগদান করেন।

কাটিগড়ার সহস্রাধিক কং-ইউডিএফ কর্মী অগপতে যোগ

অনুষ্ঠানের শুরুতে বেদীতে মাল্যদান করে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান কর্মকর্তারা। এরপর বকুল উদ্দিন মজুমদারের পৌরোহিত্য অনুষ্ঠানে কাটিগড়ার বেশ কয়েকটি জিপি এলাকার হাজারের অধিক কংগ্রেস এআইইউডিএফ দলের কর্মী সমর্থক অসম গণ পরিষদে যোগ দেন। অনুষ্ঠানে জাহাঙ্গীর আলম লস্কর বলেন, ২০২৬ সালে কংগ্রেস ও ইউডিএফ মুক্ত হবে কাটিগড়া কেন্দ্র। এদিনের
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহাব উদ্দিন চৌধুরী, ইকবাল আলম বড়ভূইয়া, তাজ উদ্দিন মজুমদার সহ বিভিন্ন পদাধিকারী।
প্রতিবেদক : অনিতা পাল, কাটিগড়া। 

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *