সিদ্দেকের দেড় কোটি আত্মসাৎ, আটক জেই জাকির হোসেন

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২১ ফেব্রুয়ারি : দক্ষিণ করিমগঞ্জের পিএনআরডি জুনিয়র ইঞ্জিনিয়ার জাকির হুসেনকে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে আটক করা হয়েছে। শুক্রবার পুলিশ জাকির হুসেনকে আটক করতে সক্ষম হয়েছে। গুয়াহাটি থেকে গুয়াহাটি পুলিশে আটক করে শ্রীভূমি পুলিশের হাতে সমজে দিয়েছে। বর্তমান নিলামবাজার থাকায় পুলিশ হেফাজতে রয়েছেন জাকির। আগামীকাল আদালতে তোলা হবে।

অভিযোগ অনুসারে, ইঞ্জিনিয়ার জাকির হুসেন সার্কল অফিসারের সই জাল করে বিধায়ক সিদ্দেক আহমেদের উন্নয়ন তহবিল থেকে প্রায় ১.৫ কোটি টাকা আত্মসাৎ করেছিলেন। এক বছর আগে ঘটনাটি ঘটে। পরে বিধায়ক সিদ্দেক আহমেদ এ ঘটনায় নিলামবাজার থানায় একটি মামলা দায়ের করেন। শুধু তা নয় বিডিও-র সই জাল করে টাকা আত্মসাৎ করেছেন জেই। অবশেষে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন বদরপুর-চৈতন্যনগর বিডিও। বদরপুর থানায় মামলা দায়ের করেছেন বিডিও বলে জানা যায়।

সিদ্দেকের দেড় কোটি আত্মসাৎ, আটক জেই জাকির হোসেন

Author

Spread the News