সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন যুব মোর্চার কর্মী সৌরভ

বরাক তরঙ্গ, ১৭ নভেম্বর : সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল এক যুবক। বৃহস্পতিবার রাতে রামকৃষ্ণ নগর আসার পথে একটি অল্টো গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে প্রাণ হারিয়েছেন রামকৃষ্ণনগর মণ্ডল যুব মোর্চার কর্মী সৌরভ বৈষ্ণব নামে এক যুবক। সৌরভের ঘর মঙ্গলপুর এলাকায়।

জানা যায়, এ দিকে রাতে অল্টো করে সৌরভ সহ আরও চারজন বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে দশ টা নাগাদ তাদের অল্টো বাহনটি দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার পর অল্টো গাড়ি সড়কে কয়েকবার পাল্টি খেয়ে পড়ে। এতে সবাই আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাইলাকান্দি সিভিল হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে চিকিৎসারত অবস্থার প্রাণ হারান সৌরভ। বাকি চারজনের নাম জানা যায়নি। তাদের মধ্যে একজনের অবস্থা সঙ্গীন বলে জানা যায়। তবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।

Author

Spread the News