নতুনপট্টির রাজলক্ষ্মী ফুড সেন্টারে  যুবক দলের হামলা

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৪ অক্টোবর : শিলচর নতুনপট্টি রাজলক্ষ্মী ফুড সেন্টারে আকস্মিকভাবে তাণ্ডব চালালো একদল যুবক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে। দোকানের স্বত্বাধিকারী দিবাকর ভট্টাচার্য ও তাঁর ছেলে দীপাঞ্জন ভট্টাচার্য জানান, ওই সময় কয়েকজন যুবক মদ্যপ অবস্থায় তাঁদের দোকানে প্রবেশ করে কিছু মিষ্টি ক্রয় ও খেতে থাকেন। কিছুক্ষণ পর একটি তুচ্ছ বিষয় নিয়ে তাঁদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। দিবাকরবাবুর অভিযোগ, দোকান কর্তৃপক্ষ বারবার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও অভিযুক্ত যুবকেরা আরও উত্তেজিত হয়ে পড়ে এবং অসমিয়া ভাষায় অশ্লীল গালিগালাজ শুরু করে।

প্রতিবাদ জানালে তাঁরা হুমকি দিয়ে বলেন, “আমরা শিলচরের এসএসপির ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার লোক, অসমে থাকতে হলে অসমিয়া ভাষায় কথা বলতে হবে, না হলে কেউ এখানে বাস করতে পারবে না”—এমনই দাবি করে তাঁরা। হঠাৎ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন, যার ফলে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়। এই বিশৃঙ্খলায় দোকানের সামনের কাচের অংশ ভাঙচুর হয়। দিবাকর ও দীপাঞ্জন ভট্টাচার্য বলেন, “যদি জেলা পুলিশ প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ করে অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির দাবিতে জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত শুরু করেছে জেলা পুলিশ। এ ঘটনার বিবরণ জানিয়ে মালুগ্রাম থানায় দিবাকর ভট্টাচার্য এক মামলা দায়ের করেন।

Spread the News
error: Content is protected !!