গোয়ালপাড়ায় এনআইএ-র তল্লাশি, গ্রেফতার যুবক
বরাক তরঙ্গ, ১২ ডিসেম্বর : গোয়ালপাড়ায় এনআইএ-র তল্লাশি। এসটিএফ-এর সহযোগিতায় জেলার বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে এনআইএ। জইশ-ই-মহম্মদের সঙ্গে যুক্ত বলে সন্দেহে টুকুরা থেকে গ্রেফতার করা হয়েছে এক যুবককে। ধৃত যুবকের নাম সাহানুর আলম। অসম সহ দেশের ১৯টি জায়গায় তল্লাশি চালাচ্ছে এনআইএ।
সাহানুর আলমের সঙ্গে আরও তিনজনকে আটক করা হয়েছে। সাহানুরকে গ্রেফতার করে জেরা অব্যাহত রয়েছে। এনআইএ অসম, জম্মু ও কাশ্মীর, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং গুজরাটের ১৯টি জায়গায় তল্লাশি চালিয়েছে। একটি মামলার ভিত্তিতে রেশি, বুদগাম, অনন্তনাগ সহ একাধিক জায়গায় অভিযান চালানো হচ্ছে। জইশ-ই-মহম্মদের (জেইএম) জঙ্গিরা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার এবং সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত করার প্রচেষ্টার অভিযোগে এই অভিযান চালাচ্ছে এনআইএ।