যোরহাটে বিস্ফোরণের পর ফেসবুকে মন্তব্য, আটক যুবক
বরাক তরঙ্গ, ১৫ ডিসেম্বর : বৃহস্পতিবার সন্ধ্যায় যোরহাট জেলায় বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটে। যোরহাটে সেনাবাহিনীর ৪১ তম সাব-অ্যারিয়ার প্রবেশদ্বারে একটি গ্রেনেড বিস্ফোরিত হয় সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ। উল্টোদিকে টিয়াকের কাকজানের বামকুকুরাচোয়াতে শূন্যে গুলি চালানোর ঘটনা ঘটে।
আলফা গ্রেনেড বিস্ফোরণের দায় স্বীকার করেছে তবে কারা এই হামলায় জড়িত ছিল তা স্পষ্ট নয়। তারমধ্যে টিয়াকের এজারগুড়িতে পুলিশ এক যুবককে বৃহস্পতিবার রাতে আটক করা নিয়ে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার রাতে টিয়কের এজারগুড়ির যুবক অরিন্দম বরাকে আটক করেছে পুলিশ। এরপর থেকে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। যোরহাটে দু’টি ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অরিন্দম বরা কিছু আপত্তিকর মন্তব্য করেছেন।
তার ভিত্তিতে পুলিশ অরিন্দম বরাকে আটক করেছে। উল্লেখ্য, দুই বছর আগে আলফাতে যোগ দেওয়ার চেষ্টা করেছিল অরিন্দম। তাকে নাগাল্যান্ড থেকে গ্রেফতার করেছিল পুলিশ।
বৃহস্পতিবার রাতে অরিন্দমকে আটক করে রাতভর তিয়াক থানায় জিজ্ঞাসাবাদের পর শুক্রবার সকালে তাকে যোরহাট থানায় নিয়ে যাওয়া হয়। অরিন্দমের বাবা গণমাধ্যমকে জানান, মূলত ফেসবুকে মন্তব্য করার জন্য তাকে আটক করা হয়েছে। ছবি অসমিয়া প্রতিদিন।