মাদক সহ যুবক গ্রেফতার লক্ষীপুরের তলেনগ্ৰামে

বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : কাছাড়ে মাদকের বিরুদ্ধে অভিযান চলিয়ে বৃহৎ পরিমানে হেরোইন বাজেয়াপ্ত করে পুলিশ। আটক করা হয় এক সরবরাহকারীকে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে কাছাড় পুলিশ লক্ষীপুর তলেনগ্ৰাম অঞ্চলে একটি অল্টো গাড়িতে তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করে বৃহৎ পরিমানে হেরোইন। পালেরবন্দ থেকে ফুলেরতল দিকে যাওয়ার সময়ে গাড়িটি তল্লাশি চালায় পুলিশ। এই সংক্ৰান্ত ইমরাজ উদ্দিন চৌধুরী (৩২) নামে এক মাদক সরবরাহকারী গ্ৰেফতার করে পুলিশ। তার বাড়ি লক্ষীপুরের চান্দমারিতে।

আটক করা গাড়ি থেকে ২৫ টা হেরোইন ভৰ্তি সাবান কেস উদ্ধার করে। ৩০০ গ্ৰাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার করা হেরোইনের বাজার মূল্য অনুমানিক ১.৬ কোটি টকা হবে বলে জানান অতিরিক্ত পুলিশসুপার (ক্রাইম)। মিজোরামের সাইফাই থেকে নিয়ে আসা হয় মাদকগুলো।

Spread the News
error: Content is protected !!