কিশোরীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, ধৃত যুবক
বরাক তরঙ্গ, ৮ জানুয়ারি : স্কুল থেকে বাড়ি ফেরার পথে কিশোরীকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি যুবকের। এমন অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে আজহারুল হক লস্কর ওরফে মিন্টু নামের যুবককে। ঘটনাটি সংঘটিত হয় সোমবার ধলাই থানা এলাকার পালংঘাটের রুকনী দ্বিতীয় খণ্ড গ্রামে।
কিশোরীর বাবা দায়ের করা এজাহার মতে ৬ জানুয়ারী স্কুল ছুটির পর বাড়ি ফেরেনি তার ১১ বছরের মেয়েটি। অনেক খোঁজাখুঁজি করে কোন সন্ধান না পেয়ে সেদিন রাতে ধলাই থানায় নিখোঁজ হওয়ার বিষয়টি পুলিশকে অবগত করান। পরবর্তীতে খোঁজ খবর নিয়ে জানতে পারেন একই গ্রামের বাসিন্দা রিয়াজ উদ্দিন লস্করের ছেলে আজহারুল হক লস্কর নামের যুবক তার মেয়েকে অপহরণ করে নিয়েছে। স্থানীয় প্রাক্তন গ্রুপ সদস্যের মধ্যস্থতায় বিষয়টি গ্রাম্য ভাবে মিমাংসা করার চেষ্টা করলে অভিযুক্তের পক্ষ নগদ ৫০ হাজার অর্থ দাবি করেন বলে অভিযোগ করেন তিনি। পরবর্তীতে সমস্ত বিষয় জানিয়ে কিশোরীর ধলাই থানায় আজহারুল হক লস্কর (মিন্টু) ও রিয়াজ উদ্দিন লস্করকে অভিযুক্ত করে একটি এজাহার দায়ের করেন।
এজাহারের ভিত্তিতে তদন্তে নেমে ৭ জানুয়ারি রাতে কিশোরীকে উদ্ধারের পাশাপাশি মিন্টুকে আটক করতে সক্ষম হয় পুলিশ। রাতেই পুলিশ কিশোরীকে হোমে পাঠিয়ে দেয়। বুধবার মিন্টু লস্করকে আদালতে তুলে পুলিশ। কিশোরীর বাবার বক্তব্য মতে মিন্টু অতীতে এভাবে আরও দু’টি ঘটনা করেছে।