শিশুকন‌্যা‌কে যৌন নির্যাতন, গ্রেফতার যুবক

বরাক তরঙ্গ, ৩০ অক্টোবর : উত্তর ত্রিপুরার হাফলংছড়া ঘটে যাওয়া গেলো এক অমানবিক কাণ্ড। মাত্র আড়াই বছরের শিশুকন‌্যা‌কে যৌন নির্যাতনের অ‌ভি‌যো‌গে এক যুবকে আটক করল পুলিশ। এমন কাণ্ডে নিন্দার ঝড় বইছে সর্বত্র। ‌

বুধবার এ ম‌র্মে উত্তর ত্রিপুরার ধর্মনগর থানায় মামলা নথিভুক্ত হয়। এ কা‌ন্ডে ধৃত অভিযুক্তের নাম জীবন ভর (২১)। বা‌ড়ি উত্তর ত্রিপুরার হাফলংছড়া টি গার্ডেন এলাকায়। ধৃত‌কে বুধবার আদালতে তোলার খবর পাওয়া গে‌ছে। এ কাণ্ডে এলাকার জনগণ পু‌লি‌শি স‌ঠিক তদন্তে অ‌ভিযুক্তের ক‌ঠোর শা‌স্তির দা‌বি জা‌নি‌য়ে‌ছেন। উল্লেখ্য, ২৮ অক্টোবর এই পাশ‌বিক ঘটনাটি ঘটে।

শিশুকন‌্যা‌কে যৌন নির্যাতন, গ্রেফতার যুবক
শিশুকন‌্যা‌কে যৌন নির্যাতন, গ্রেফতার যুবক
Spread the News
error: Content is protected !!