লায়লাপুরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু যুবকের

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ১ অক্টোবর : পরিবারকে নিয়ে পুজো দেখতে বের হবে। স্ত্রী ও সন্তানকে তৈরি থাকতে বলে জরুরী কাজে ঘর থেকে বের হলে আর ফিরেননি ধলাই ফ্রেন্সনগরের অপু দাস। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বছর ৩২ এর অন্নদাশঙ্কর দাস ওরফে অপু। মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় বুধবার রাত সাড়ে নয়টা নাগাদ ধলাইয়ের লায়লাপুর এলাকায়। জানা যায়, ভারতমালার নির্মীয়মান সড়কে অপু দাস নামে যুবকের মৃতদেহ উদ্ধার হয়। পাশে তার পালসার বাইকটি পড়ে রয়েছে। তার মাথায় মারাত্মক জখম দেখা গেছে। দুর্ঘটনার পর গাড়িটি পালিয়ে যায়। তবে সিসি ক্যামেরায় ঘাতক গাড়িটি বলোরো বলে শনাক্ত করেন বলে জানা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
ফ্রেন্সনগরের বাসিন্দা অনিল দাসের ছেলে অপু দাস। এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘর থেকে অল্প দূরে ঘটনাটি ঘটেছে। তাঁর পরিবারে রয়েছেন স্ত্রী, দুই সন্তান সহ অন্যান্যরা।