বাজারিছড়ায় হেরোইনসহ যুবক গ্রেফতার

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৭ ফেব্রুয়ারি : হেরোইন সহ এক যুবককে গ্রেফতার করেছে বাজারিছড়া থানার ও কটামণি ওয়াচ পোস্টের পুলিশ। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাজারিছড়া থানার ওসি নিলাভজ্যোতি নাথের নেতৃত্বে কটামণি এলাকার তেজপুর গ্রামে এক অভিযান চলে। এক সন্দেহভাজন যুবকের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি সাবানের কেস থেকে বারো গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। অভিযানে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আকব আলি নামের এক যুবককে আটক করা হয়েছে। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। মাদক নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে সোমবার শ্রীভূমি জেলা আদালতে সোপর্দ করা হয়।

এমর্মে ওসি নিলভজ্যাতি নাথ জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং বাজারিছড়া থানা এলাকার মাদক ব্যবসায়ী ও চক্রগুলোর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বাজারিছড়ায় হেরোইনসহ যুবক গ্রেফতার
বাজারিছড়ায় হেরোইনসহ যুবক গ্রেফতার
Spread the News
error: Content is protected !!