বিশ্বে জনপ্রিয় হয়ে উঠছে যোগব্যায়াম : হিমন্ত বিশ্ব শর্মা
বরাক তরঙ্গ, ২১ জুন : দশম আন্তর্জাতিক যোগ দিবস অসমেও পালিত হল। শুক্রবার ২১ জুন যোগ দিবস বিশ্বের বিভিন্ন প্রান্তের পাশাপাশি অসমে পালিত হয়। গুয়াহাটির নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল গুলাব চাঁদ কাটারিয়া।
এদিকে, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তেজপুরের চার্জফিল্ডে রাজ্য সরকারের যোগব্যায়াম অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। যোগ দিবসের বক্তব্যে তিনি বলেন, সারা বিশ্বে যোগব্যায়াম ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। আমাদের শিশুদেরও যোগব্যায়াম শেখানো উচিত।
তিনসুকিয়ায় যোগ দিবসে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নৌপরিবহন ও বন্দর মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এই বিষয়গুলো নিয়ে আগ্রহী আরও অনেকে আছেন। ডিব্রুগড়ে যোগ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বিমল বরা। মুখ্যমন্ত্রীর স্ত্রী রিনিকি ভুঁইয়া শর্মা, প্রাইড ইস্ট এন্টারটেইনমেন্ট লিমিটেডের ডিরেক্টর, সরুসজাইয়ে যোগ দিবসে যোগ দিয়েছিলেন।