কেরালার নার্সকে মৃত্যুদণ্ড ইয়েমেনর সুপ্রিম কোর্টের
১৮ নভেম্বর : এক ব্যক্তিকে হত্যার অভিযোগে কেরালার নার্সকে মৃত্যুদণ্ড দিয়েছে ইয়েমেনর সুপ্রিম কোর্ট। তবে তাঁকে বাঁচানোর একমাত্র উপায় হল ‘ব্লাড মানি’। অর্থাৎ, মৃতের পরিবারকে দিতে হবে তাদের চাহিদামত অর্থ। দিল্লি আদালতে নার্সের পরিবারের পক্ষ থেকে আইনজীবী নিযুক্ত করা হয়েছিল। তিনি নার্সের মাকে ইয়েমেনে যাওয়ার অনুমতি চান।
নিমিশা প্রিয়া নামে ওই নার্স বর্তমানে ইয়েমেনে বন্দি রয়েছে। তবে বিষয়টি এতটা সহজ নয়। ২০১৬ সাল থেকে ভারতীয়রা ইয়েমেনে ভ্রমণ করতে যেতে পারেন না। একমাত্র ভারত সরকার যদি অনুমতি দেয় তবেই ভারতীয়রা ইয়েমেনে যেতে পারবেন। কেরালার নার্স একমাত্র ‘ব্লাড মানি’ দিয়েই মুক্তি পেতে পারেন। নার্সের মায়ের আবেদন কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছে দিল্লি হাইকোর্ট। এবার কেন্দ্র সরকার এবিষয়ে কি মত দেয় তার ওপরেই নির্ভর করছে নিমিশা প্রিয়ার ভবিষ্যত। খবর : আজকাল অনলাইন