শিক্ষক দিবসে বরাকের তিন শিক্ষাবিদকে সংবর্ধনা ইয়াসির
বরাক তরঙ্গ, ৫ সেপ্টেম্বর : শিক্ষক দিবসে জেলা পরিষদের কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে বরাকের তিন শিক্ষাবিদদের সংবর্ধনা জানালো ইয়াসি। বৃহস্পতিবার শিলচরের সুব্রত দে, করিমগঞ্জের প্রদীপ কুরি ও হাইলাকান্দির সুধন্য দে-কে ‘পার্থসারথি চন্দ স্মৃতি পুরস্কার’ প্রদান করে সম্মানিত করেন আয়োজকরা। কবি শতদল আচার্যকে ‘ছবি গুপ্ত স্মৃতি’ পুরস্কার প্রদান করা হয়।
দার্শনিক ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জীবনের বিভিন্ন দিক পর্যালোচনা করার পাশাপাশি নবপ্রজন্মকে তাঁর পথ অবলম্বন করে সমাজ ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা। সভা শেষে আয়োজকরা “প্রথম সুদর্শন গুপ্ত ম্যামোরিয়াল ইন্টার-স্কুল ম্যারিট টেস্ট প্রতিযোগিতার” পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেন। এদিন সঞ্জীব রায়, উত্তমকুমার সাহা, বন্দিতা ত্রিবেদী রায়, দিনেশ কাহার ও সুজিতকুমার দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।