বদরপুরে বিশ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার, ধৃত দুই পালাতক এক

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২২ জুন : মাদক বিরোধী অভিযানে নেমে ফের বিরাট সাফল্য পেলো করিমগঞ্জ পুলিশ।পাচারের পথে বদরপুরের লামাজিয়ার থেকে কয়েক কোটি টাকার মাদক উদ্ধার করল পুলিশ। গোপন সূত্রের খবরে উপর ভিত্তিতে করিমগঞ্জ ও বদরপুর পুলিশের যৌথ অভিযানে বদরপুর করিমগঞ্জ  জাতীয় সড়কের লামাজুয়ার এলাকায় থেকে বিশ কোটি টাকার মাদক সহ দুই পাচারকারীকে আটক করে পুলিশ। অভিযানে পুলিশ এমএল ১১ – ০৭০৬ নম্বরের একটি মারুতি কার ও একটি নম্বরবিহীন বাইক বাজেয়াপ্ত করা হয়েছে।  আটক করা হয় দুই পাচারকারীকে। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে মোট দশ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। ধৃত দুই পাচারকারী নাম শিবলু আহমেদ ও মোহাম্মদ বাপন তালুকদার। উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট গুলোর কালোবাজারি মূল্য বিশ কোটি টাকার মত হবে।

এদিকে, জানা গেছে পুলিশের উক্ত অভিযানের সময় পুলিশের হাত থেকে বাঁচতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে মোহাম্মদ বাপন তালুকদার সহ আরও এক পাচারকারী। এতে গাড়ির ধাক্কায় বাপন তালুকদার নামের পাচারকারী আহত হয়। তবে অপর এক পাচারকারী পালিয়ে যেতে সক্ষম হয় বলে খবর পাওয়া গেছে।  গাড়ির ধাক্কায় গুরুতর জখম হয় মোহাম্মদ বাপনকে সঙ্গে সঙ্গে শ্রীগৌরী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার ডান হাত গুরুতর ভাবে জখম হওয়া প্রাথমিক চিকিৎসা করে তাকে সেখান থেকে শিলচর মেডিক্যাল কলেজে পাঠিয়ে দেওয়া হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। এবং পুলিশ এই মাদক পাচার কাণ্ডে আরও কেউ জড়িত রয়েছে কি না তা তদন্ত করে দেখছে। পাশাপাশি ধৃত পাচারকারীকে থানায় আটকে রেখে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ।

Author

Spread the News