সাহিত্য সভার সভাপতি নির্বাচিত লেখক বসন্তকুমার

বরাক তরঙ্গ, ২৯ ডিসেম্বর : লেখক বসন্তকুমার গোস্বামী অসম সাহিত্য সভার সভাপতি নির্বাচিত হয়েছেন। অসম সাহিত্য সভার নির্বাচন প্রক্রিয়া অনেক বিতর্ক এবং বিভিন্ন প্রতিকূল ঘটনার মধ্যে শেষ হয়েছে। দাদরায় অনুষ্ঠিত পদাধিকারীদের বৈঠকে সাহিত্য সভার ভোট গণনা শেষ হয়। সকাল সাড়ে দশ টায় ভোট গণনা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সহিংসতার কারণে তা পিছিয়ে দেওয়া হয়। সভাপতি ও সহ-সভাপতি পদের জন্য ভোট গণনা শুরু হয়েছে। সভাপতি পদের প্রথম পর্যায়ে ড. বসন্তকুমার গোস্বামী যদি শেষ হাসি হাসতে পারতেন তবে ড. উপেন রাভা হাকাচম এগিয়ে ছিলেন। ড. গোস্বামী হকসামকে ৭৮ ভোটের ব্যবধানে পরাজিত করে সাহিত্য সভার সভাপতির পদে জয়ী হন। ড. বসন্ত কুমার গোস্বামী পেয়েছেন ৪০৩ ভোট এবং ড. উপেন রাভা হাকাচাম পেয়েছেন ৩২৫ভোট।

অন্যদিকে, সাহিত্যসভার প্রাক্তন মুখ্যসচিব পদম রাজখোয়া সহ-সভাপতির পদে জয়ী হয়েছেন। রাজখোয়া পেয়েছেন ৩৮৯টি ভোট, অপর প্রার্থী বিপিন কালিতা পেয়েছেন ২৪৩টি এবং সাহার ভূইয়া পেয়েছেন ৯৯টি ভোট। সাহিত্য সভার আরেকটি গুরুত্বপূর্ণ পদে প্রধান সম্পাদকের পদে দেবজিৎ বরা জয়ী হন। বরা নিকটতম প্রার্থীকে ১৬৩ ভোটের ব্যবধানে পরাজিত করে নির্বাচনে জয়ী হন। দেবজিৎ বোরা পেয়েছেন ৪০১ভোট। অজিত শর্মা পেয়েছেন ২৩৮টি এবং সঞ্জীব শর্মা পেয়েছেন ৯৯টি ভোট। যদিও শুরু থেকেই সাহিত্য সভার নির্বাচন নিয়ে অনেক বিতর্ক ছিল, অবশেষে অসম সাহিত্য সভার নতুন সভাপতি, সহ-সভাপতি এবং সাধারণ সম্পাদক পেয়েছিল।

সাহিত্য সভার সভাপতি নির্বাচিত লেখক বসন্তকুমার

Author

Spread the News