বড়খলায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় জখম ৫

বরাক তরঙ্গ, ১৩ জুন : বড়খলায় পৃথক পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন পাঁচজন। শুক্রবার সকালে প্রথম দুর্ঘটনা ঘটে শিলচর-হাফলং সৌরাষ্ট্র সড়কের বড়খলার ময়নাগড়ে। একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে গুরুতর জখম হয়েছেন লরি চালক। চালককে উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজে প্রেরণ করা হয়।

এদিকে, দুপুরে কালাইন-শিলচর সড়কের বড়যাত্রাপুরে যাত্রীবাহী অটো ও স্কুল ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন ভাঙ্গারপারে স্প্রিং ডেইলস স্কুলের তিন শিক্ষিকা সহ এক অটোযাত্রী। সঙ্গে সঙ্গে আহতদের উদ্ধার করে সোনাপুর স্বাস্থ্যকেন্দ্রে প্রেরণ করা হয়।

বড়খলায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় জখম ৫
Spread the News
error: Content is protected !!