বিশ্ব কবিতা দিবস পাল লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউর

বরাক তরঙ্গ, ২১ মার্চ : শিলচরে বিশ্ব কবিতা দিবস পাল করল লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ। শুক্রবার উৎসাহের সঙ্গে সেন্ট্রাল সিনিয়র সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ভাষাগোষ্ঠীর কবিদের আমন্ত্রণ জানানো হয়ে। প্রথমেই গাইডিং লায়ন সঞ্জীব রায় উপস্থিত দর্শকদের মধ্যে এই মর্যাদাপূর্ণ দিবসের মূল ভাবনা ও তাৎপর্য ব্যাখ্যা করেন। বরাক উপত্যকার বিশিষ্ট কবিরা মদন সিংঘল ও মধু পারেখ (হিন্দি), শ্যামলী ভট্টাচার্য (বাংলা), কুসুম কলিতা (অসমিয়া), শিলপি ভট্টাচার্য (ইংরেজি), সুপ্রভা রাজকুমারী সিনহা (বিষ্ণুপ্রিয়া) এবং পুরবী নাথ (বাংলা) এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং তাঁদের মনোমুগ্ধকর কাব্য পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানে সৌন্দর্য বৃদ্ধি করেন। যেহেতু এই দিবস উদযাপনের মূল উদ্দেশ্য ‘বহুভাষিক’ ঐক্য, তাই ‘ক্লাব ভ্যালি ভিউ’ একইভাবে এই আয়োজন করে। সকল কবিকে সম্মাননা ও সংবর্ধনা দেওয়া হয়।

এছাড়া, দুই তরুণ কবি সৃষ্টী ভট্টাচার্য ও উপাসনা দে তাঁদের সুমধুর আবৃত্তির মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। তাঁদের বই উপহার দিয়ে সম্মানিত করা হয়, যাতে যুবসমাজের মধ্যে ‘বই পড়ার সংস্কৃতি’ এগিয়ে নেওয়া যায়। পুরো অনুষ্ঠানটি ক্লাব ভ্যালি ভিউ-এর সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায় সঞ্চালনা করেন। ক্লাবের পক্ষ থেকে পুষ্পাবতী রায়, খাইরুল তালুকদার ও সহ-প্রকল্প চেয়ারপার্সন প্রসান্ত ভট্টাচার্য উপস্থিত ছিলেন।

বিশ্ব কবিতা দিবস পাল লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউর

এ দিন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে সমাজকর্মী সুমিত্রা সিংহল, সিখা ভট্টাচার্য, দীনেশ কাহার, মধুচনদা দে, রাজা ধর প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি প্রশান্ত ভট্টাচার্যের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সমাপ্ত হয়। প্রকল্প চেয়ারপার্সন মৃন্ময় রায় সংশ্লিষ্ট সকলকে এই মর্যাদাপূর্ণ ‘বিশ্ব কবিতা দিবস’কে সফল করার জন্য ধন্যবাদ জানান।

বিশ্ব কবিতা দিবস পাল লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউর

Author

Spread the News