‘ভারতীয় সেনাবাহিনীতে যোগ্যতা ও যোগদানের সুযোগ’ শীর্ষক কর্মশালা রাধামাধব কলেজে
বরাক তরঙ্গ, ১৯ এপ্রিল : রাধামাধব কলেজ, ক্যারিয়ার কাউন্সেলিং, এসসি/এসটি এবং অ্যান্টি-র্যাগিং সেলের উদ্যোগে এবং আইকিউএসি-এর সহযোগিতায় শনিবার কলেজ কনফারেন্স হলে ‘ভারতীয় সেনাবাহিনীতে যোগ্যতা এবং যোগদানের সুযোগ’ শীর্ষক একটি সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেনাবাহিনীর ২৮৫ মিডিয়াম রেজিমেন্টের পক্ষ থেকে সুবেদার (এআইজি) তিল দাস, হাবিলদার এলকে সিং, বিশাল, এলটি কলিতা এবং অন্যান্যরা শিক্ষার্থীদের সামনে অগ্নিবীরে ভর্তির জন্য কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় তা নিয়ে আলোচনা করেন।

তাঁরা সেনাবাহিনীতে ভর্তি প্রক্রিয়ার বিভিন্ন দিক সম্পর্কেও আলোকপাত করেন। রাধামাধব কলেজ থেকে পড়ুয়ারা ভবিষ্যতে সেনাবাহিনীতে যোগদান করে দেশমাতৃকার সেবায় নিয়োজিত হবেন বলে আশা প্রকাশ করেন সেনাকর্তারা।

এদিনের অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. অরুন্ধতী দত্ত চৌধুরী, রাধামাধব কলেজের ক্যারিয়ার কাউন্সেলিং, এসসি/এসটি এবং অ্যান্টি-র্যাগিং সেলের আহ্বায়ক অধ্যাপক ড. রাহুল শরণিয়া, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক জীবন দাস, মণিপুরি বিভাগের প্রধান ড. সি.এইচ মণিকুমার সিংহ এবং মণিপুরি বিভাগের সহকারী অধ্যাপক ড. এম. সানি সিংহ প্রমুখ উপস্থিত ছিলেন।