বিক্রমপুর চা-বাগানের প্রাক্তন মালিকের বিরুদ্ধে আন্দোলন শ্রমিকদের

বরাক তরঙ্গ, ২২ ফেব্রুয়ারি : বিক্রমপুর চা-বাগানে ১২ বছর ধরে অচলাবস্থা শেষ হবার মুহূর্তে ফের ঝামেলা সৃষ্টি করতে চাইছেন প্রাক্তন মালিক এনকে বাগলা। এমন অভিযোগ করেছেন বিক্রমপুর চা-বাগানের সর্বস্তরের শ্রমিকরা। শুক্রবার শ্রমিকরা বাগানে ঢোকার সড়ক অবরোধ করে পুরানা মালিক এনকে বাগলার বিরুদ্ধে আন্দোলন শুরু করেছেন।

শ্রমিকরা জানান, দীর্ঘদিন তাদের বাগান বন্ধ ছিল। তখন আগের মালিক বাগলা তাদের খোঁজখবর নেননি। বর্তমানে বরাক চা-শ্রমিক ইউনিয়ন এবং পিএফ কমিশনারের যৌথ উদ্যোগে নতুন মালিক পরেশ শর্মা এসে বাগানের হাল উন্নত করার কাজে নেমেছেন। শ্রমিকরা তাদের বকেয়া বেতন রেশন সব কিছু ধীরে ধীরে পেতে শুরু করেছেন। ঠিক এই সময় পুরানা মালিক বাগলা ফের বাগানে ঢুকতে চাইছেন। কিন্তু শ্রমিকরা আর তাকে বিক্রমপুর বাগান ঢুকতে দেবেন না বলে কোমর কষে আন্দোলনে নেমেছেন।

বিক্রমপুর চা-বাগানের প্রাক্তন মালিকের বিরুদ্ধে আন্দোলন শ্রমিকদের

Author

Spread the News