ওমেন্স যোগাসন লিগ করিমগঞ্জের দুই ছাত্রীর সাফল্য

বরাক তরঙ্গ, ৫ ডিসেম্বর : অস্মিতা খেলো ইন্ডিয়া ওমেন্স যোগাসন লিগ (ইস্ট জোন) অনুষ্ঠিত হয় গুয়াহাটির জ্যোতি চিত্রবনে ১ থেকে ৩ ডিসেম্বর। এই প্রতিযোগিতায় করিমগঞ্জ যোগাসন ট্রেনিং সেন্টারের দু’জন ছাত্রী দেবিকা আচার্য ও শ্রেয়সী পাল আর্টিস্টিক পেয়ার (১৮ বছর এর নিচের বিভাগ) দ্বিতীয় স্থান অধিকার করে। পুরস্কার হিসেবে ভারত সরকারের ক্রীড়া মন্ত্রণালয়ের তরফে নগদ অর্থ প্রদান করা হয়। অর্থরাশি নগদ ৯০০০ টাকা পুরস্কার তাদের হতে তুলে দেন অসম সরকারের ক্রীড়া মন্ত্রী নন্দিতা গার্লসা। পূর্বাঞ্চলের ১০টি রাজ্য এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে এবং প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জন করে যোগাসন ট্রেনিং সেন্টারের ছাত্রীরা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন অল অসম যোগাসন ক্রীড়া সংস্থার সভাপতি বিকাশ গোস্বামী, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ডিরেক্টর সহ অন‍্যরা।

যোগাসন ট্রেনিং সেন্টার করিমগঞ্জের  কর্ণধার তথা বিশিষ্ট যোগ প্রশিক্ষক সঞ্জীব দাসের তত্ত্বাবধানে দু’জনেই প্রশিক্ষণ নিচ্ছেন। ফলে ছাত্রীদের সাফল‍্যে অভিনন্দন জানান প্রশিক্ষক সঞ্জীব দাস সহ বরাক উপত্যকার ক্রীড়াপ্রেমীরা।

Author

Spread the News