গুয়াহাটিতে মহিলা হত্যাকাণ্ড : গ্রেফতার কেয়ারটেকার
বরাক তরঙ্গ, ৩ জুলাই : খারঘুলি হত্যাকাণ্ডে নতুন মোড়। ৭২ বছর বয়সী বন্দনা দাসকে হত্যার অভিযোগে নিহতের কেয়ারটেকার রাতুল দাসকে গ্রেফতার করা হয়েছে।
মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
উল্লেখ্য, বুধবার সকালে গুয়াহাটি খারঘুলিতে তার ঘরে গলা কাটা লাশ উদ্ধার হয় বন্দনা দাসের। কাজের মহিলা প্রথমে মৃতদেহটি আবিষ্কার করেন। একটি ছুরি মহিলার দেহের কাছে উদ্ধার করা হয়েছে।
মহিলার কেয়ারটেকার রতুল দাস এবং তার স্ত্রী হত্যাকাণ্ডে জড়িত বলে সন্দেহ প্রকাশ করা হয়। পুলিশ আলাদাভাবে রতুল দাস এবং তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে। এরপর ফরেনসিক টিম রতুল দাসের আঙুলের ছাপ সংগ্রহ করেছে।

২০০১ সালে, বন্ধনা দাসের স্বামী, তিলক দাস শাস্ত্রী মারা যান। তারপর থেকে বন্ধনা দাস খারগুলির বাড়িতে একা বসবাস করছিলেন। বন্ধনা দাসের ভাই রতুল দাসের পরিবার, যে একজন রাজমিস্ত্রী হিসেবে কাজ করতেন, তাদের সেখানে থাকার ব্যবস্থা করেন।