বেতুকান্দিতে রাধামাধব কলেজ মহিলা সেলের উদ্যোগে মহিলাদের স্বাস্থ্য শিবির

বরাক তরঙ্গ, ১৬ মার্চ : রাধামাধব কলেজ মহিলা সেলের উদ্যোগে ও স্টুডেন্টস হেল্থ কেয়ার সেন্টারের সহযোগিতায় শিলচর শহরের পাশ্ববর্তী বেতুকান্দিতে সম্পূর্ণ বিনামূল্যে এক মহিলা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। মূলতঃ আন্তর্জাতিক মহিলা দিবস পালনের অঙ্গ হিসাবে শনিবার স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় বলে জানান রাধামাধব কলেজ আইকিউএসি-র কো-অর্ডিনেটর ড. সোনালি চৌধুরী। 

আন্তর্জাতিক মহিলা দিবসকে উপলক্ষ করেই এদিনের স্বাস্থ্য শিবিরের আয়োজন : সোনালি চৌধুরী_____

এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আইকিউএসি-র কো-অর্ডিনেটর চৌধুরী আরও বলেন, ২০২০ সালে বেতুকান্দি গ্রামকে এডপটেড ভিলেজ (দত্তক) হিসাবে গ্রহণ করেছিলো রাধামাধব কলেজ। আর তারপর থেকে প্রতিবছর স্বাস্থ্য শিবির সহ নানাবিধ জনসেবামূলক কাজ করে আসছি আমরা। বিগত দিনে বন্যার সময় রিলিফ ক্যাম্প আয়োজন করে বন্যাক্রান্তদের মধ্যে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়েছিল বলে জানান ডঃ সোনালি চৌধুরী। তিনি এদিনের স্বাস্থ্য শিবিবকে সফল করে তুলতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য জয়েন্ট ডিরেক্টর হেল্থ থেকে আগত ডাঃ দেবশ্রী রায় চৌধুরী, ফার্মাসিষ্ট সুকান্ত দে সহ স্থানীয় রাইজিং ইউথ সোসাইটির সভাপতি পিনাক রায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সঙ্গে কলেজ অধ‍্যক্ষ ডঃ দেবাশিস রায়, কলেজ মহিলা সেল, হেল্থ কেয়ার সেন্টার ও ছাত্র ছাত্রীদেরকে আন্তরিক ধন্যবাদ জানান। এদিন অর্ধ শতাধিক মহিলার স্বাস্থ্য পরীক্ষা করে তাদের হাতে বিনামূল্যে ওষুধপত্র তুলে দেওয়া হয়েছে বলে জানান সোনালি চৌধুরী।

বেতুকান্দিতে রাধামাধব কলেজ মহিলা সেলের উদ্যোগে মহিলাদের স্বাস্থ্য শিবির

এদিকে, ডাঃ দেবশ্রী রায় চৌধুরী বলেন ক্যাম্পটি করতে পেরে উনার বেশ ভাল লেগেছে, বিশেষ করে বেতুকান্দির মতো প্রত্যন্ত গ্রামে এসে মহিলাদের চিকিৎসা পরিষেবা প্রদান করতে পেরে তিনি গর্বিত। ভবিষ্যতেও এঅঞ্চলে আর্থিক অভাবের কারণে চিকিৎসা পরিষেবা নিতে অক্ষম লোকদের জন্য পুনরায় এখানে এসে চিকিৎসা পরিষেবা প্রদান করতে আগ্রহী বলে জানান ডাঃ দেবশ্রী রায় চৌধুরী ।

উল্লেখ্য, এদিনের অনুষ্ঠানে কলেজ অধ‍্যক্ষ ড. দেবাশিস রায়, কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষা ড. অসীমা রায়, মহিলা সেলের আহ্বায়ক তথা অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপিকা নবনিতা দেবনাথ, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অরুন্ধতী দত্ত চৌধুরী, আইকিউএসি-র সহকারী কো-অর্ডিনেটর অরুণাভ ভট্টাচার্য, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপিকা নম্রতা নাথ, বৈশালী চক্রবর্তী ও দেবযানী দেব, বাংলা বিভাগের সহকারী অধ্যাপিকা সুমিতা বসু, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপিকা পারমিতা দে, স্থানীয় রাইজিং ইউথ সোসাইটির সভাপতি পিনাক রায়, রাধামাধব কলেজ লাইব্রেরি বিভাগের কর্মচারী কমলেশ দাশ ও উজ্জ্বল কর্মকার সহ  কলেজ পড়ুয়ারা অংশগ্রহণ করেন। 

Author

Spread the News