মহিলা উদ্যোম প্রকল্পের অধীনে নিযুক্তি পাওয়া কাছাড়ের মহিলাদের সংবর্ধনা অগপর
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৮ ফেব্রুয়ারি : অসম সরকারের মহিলা উদ্যোম প্রকল্পের অধীনে কাছাড় জেলার নিযুক্তি পাওয়া ১৩ জন মহিলাকে সংবর্ধনা প্রদান করল অগপ দলের কাছাড় জেলা কমিটি। সোমবার শিলচর ট্রাঙ্ক রোডে দলের কাছাড় জেলা কমিটির কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার দলীয় তত্ত্বাবধায়ক কেএইচ বিমলেন্দু সিংহ, কেন্দ্রীয় সম্পাদক সুজিতকুমার দেব, কাছাড় জেলার সভাপতি কবির আহমেদ বড়ভূইয়া, জেলার দুই সম্পাদক মণিতন সিংহ ও সুজিত শর্মা, কেন্দ্রীয় কমিটির দলীয় সদস্য রাজীব সিনহা, জেলার সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম মজুমদার, কেন্দ্রীয় কমিটির সদস্য নন্দমহন সিংহ, কেন্দ্রীয় কমিটির সদস্য ইববি সিংহ, দলীয় সদস্য শাহাবুদ্দিন মজুমদার সহ আরো অন্যান্যরা।
সভায় কেএইচ বিমলেন্দু সিংহ বলেন, রাজ্যে মিত্র জোট সরকার সাধারণ জনগণকে সরকারি প্রকল্পের মাধ্যমে স্বাবলম্বী করার প্রচেষ্টা যেভাবে চালিয়ে যাচ্ছে, বিগত দিনে কোনও সরকার তা করেনি। প্রত্যেকটি গ্ৰামের মহিলাদের আর্থিক সাবলম্বী করার উদ্দেশ্যে মহিলা উদ্যোম প্রকল্পের মাধ্যমে মহিলাদের ব্যাপক হারে উন্নতি ঘটবে বলে তিনি আশাবাদী। কেন্দ্রীয় কমিটির সম্পাদক সুজিত কুমার দেব বলেন,অগপ দল সব সময়েই দুর্বল শ্রেণির মহিলা ও পুরুষদের সার্বিক উন্নয়নের জন্য কাজ করে চলেছে, আসামের রাজ্য সরকারের যতদিন থেকে বিজেপি ও অগপ দলের মিত্রজোটের সরকার এসেছে প্রথমদিন থেকে আজ অবধি জনগনের উন্নয়নের হিতে কাজ করে যাচ্ছেন। আগামীদিনের পঞ্চায়েত নির্বাচনে মিত্র জোট সমগ্ৰ অসমের জেলা পরিষদ সহ পঞ্চায়েত দখল করতে সক্ষম হবে বলে জানান। জেলা কমিটির সভাপতি কবির আহমেদ বড়ভূইয়া বলেন, বিজেপি দল সব সময়েই অগপ দলকে বা দলীয় নেতা-কর্মীদের গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন,এটাই হলো আসামের মিত্রজোট সরকারের একে- অপরের প্রতি আন্তরিকতার উদাহরণ।

এদিন রাজ্য সরকারের মহিলা উদ্যোম প্রকল্পের অধীনে জেলা থেকে নিযুক্তি পাওয়া উধারবন্দের সুদীপ্তা দেব, ধলাইয়ের সুজাতা মিশ্রা, শিলচরের বাসন্তী দেবী, পালংঘাটের জাসমিন নাহার, সোনাইয়ের কামিনা আক্তার লস্কর, বাঁশকান্দির আরকে সুলীলা সানা, রাজাবাজারের সঙ্গীতা সিনহা, রংপুরের অমলা সিনহা, বিন্নাকান্দির সবিতা সিনহা, তাপাং ব্লকের সিমু সিনহা ও মামনি সিংহা, কালাইনের সুহানা বেগম বড়ভূইয়া, বড় খোলার সঙ্গীতা রাজবংশী। সবশেষে অগপ দলের জেলার সম্পাদক মণিতন সিংহরা এই নিয়োগে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা, অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া,বরাক উপত্যকার উন্নলয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য দে ধন্যবাদ জানিয়ে সংবর্ধনা সভার সমাপ্তি ঘটে।
