বনকর্মীদের গুলিতে মৃত্যু মহিলার, আহত চার, উত্তেজনা

বরাক তরঙ্গ, ১৭ জুলাই : অভয়ারণ্যে অনাধিকার প্রবেশ লোকদের লক্ষ্য করে গুলি চালনা বনবিভাগের। গুলিতে এক নারী নিহত ও চারজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুড়াচাপরি অভয়ারণ্যে সোমবার।

এ দিকে, আহতরা হলেন যথাক্রমে আহমেদ আলি, রমজান আলি, শমসের আল ও ফাতেমা খাতুন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে রহিমা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়। বন বিভগের অভিযোগ, বুরহাচাপড়ি অভয়ারণ্যের অন্তর্গত পূর্ব লাঠিমারীতে উচ্ছেদিত ভূমিতে বাসগৃহ নির্মাণ করে পুনর্দখল করছিল।

সোমবার এই অঞ্চলে ফের উচ্ছেদ চালানোর আগে জানিয়ে ছিল বন বিভাগের কর্মীরা। কিন্তু একাংশ লোক চিতলমারি বন শিবিরে ঢুকে বনরক্ষীর উপর আক্রমণ ও শিবির লণ্ডভণ্ড করে। এই হামলায় আব্দুল ওয়াহিদ সহ বনকর্মী ও জেলা বন কর্মকর্তা জয়ন্ত ডেকা আহত হন। বনরক্ষীরা আত্মরক্ষার্থে শূন্যে গুলি চালাতে বাধ্য হয়। যখন দখলকারীরা আবার তাদের উপর হামলা চালায় তখন বাধ্য হয়ে তাদের লক্ষ্য করে গুলি চালায় বনকর্মীরা।

Author

Spread the News