২৪ ঘণ্টার মধ্যে ফের চুরাইবাড়ি চেকগেটে বাজেয়াপ্ত কফ সিরাপ, আটক দুই
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৮ অক্টোবর : ২৪ ঘণ্টার মধ্যে ফের বিপুল পরিমাণ কফ সিরাপ বাজেয়াপ্ত করল চুরাইবাড়ি পুলিশ। পাশাপাশি দু’জনকে গ্রেফতার করা হয়। গুয়াহাটি থেকে আগরতলার পথে আসছিল একটি ছয় চাকার ট্রাক (এএস ০১ এসসি ৬৪৮৪) থেকে উদ্ধার হল কফ সিরাপ। বুধবার সকালে ট্রান্সপোর্ট সংস্থার খুচরা সামগ্রী বহনকারী গাড়িটি যখন অসম-ত্রিপুরা সীমান্তের চুরাইবাড়ি চেকগেটে পৌঁছায়, তখন গেট ইনচার্জ প্রণব মিলির নেতৃত্বে থাকা পুলিশ দল যথারীতি গাড়িটি আটক করে তল্লাশি শুরু করে।

তল্লাশির সময় পুলিশ সদস্যরা সন্দেহজনকভাবে ভারী কিছু ইলেকট্রনিক ট্রান্সফরমার বক্স খুঁজে পান। সেগুলো ভেঙে দেখা যায়, ভেতরে লুকিয়ে রাখা হয়েছে তিন হাজার বোতল নেশাজাতীয় কফ সিরাপ এসকফ। যার আনুমানিক কালোবাজারি মূল্য ৩০ লক্ষ টাকারও বেশি বলে পুলিশের ধারণা।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ট্রাকের চালক মনু বর্মন ও সহচালক রবি বর্মনকে আটক করে। দু’জনের বাড়ি অসমের সাজু থানা অধীন সিঙ্গিমারি এলাকায়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের (NDPS Act) ধারায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাদের জেলা সিজেএম আদালতে হাজির করার কথা রয়েছে।