স্ত্রীর মৃতদেহ কাঁধে নিয়ে বাড়ির দিকে ছুটেছেন যুবক, পুলিশের সহায়তা
২২ জানুয়ারি : স্ত্রীর মৃতদেহ কাঁধে ঝুলিয়ে কয়েক কিলোমিটার হেঁটে যাওয়ার ঘটনা ফের সামনে এসেছে। তবে পুলিশের সহায়তায় বেশি হাঁটতে হয়নি যুবকের। পুলিশ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেয়।
বুধবার অন্ধ্র প্রদেশের একটি হাসপাতাল থেকে ফিরতে গিয়ে একটি অটো রিকশায় ওই মহিলার মৃত্যু হয়। এরপর সামুলু পাঙ্গি নামে ওই ব্যক্তি তার স্ত্রী ইদে গুরের মৃতদেহ কাঁধে নিয়ে বাড়ি ফেরার জন্য বাধ্য হন।
পাঙ্গি তার স্ত্রীর মৃতদেহ নিয়ে হাঁটছিলেন, তখন পুলিশ সদস্যরা তাকে দেখতে পান। এরপর পুলিশ তার গ্রামের বাড়ি পর্যন্ত দেহ নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে। পাঙ্গি তার অসুস্থ স্ত্রীকে অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনম জেলার একটি হাসপাতালে ভর্তি করেছিলেন। সেখান থেকে ফেরার পথে তার স্ত্রী মারা যান।
পাঙ্গির স্ত্রীর অবস্থা অত্যন্ত গুরুতর ছিল। সেই কারণে চিকিৎসকরা তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেন, যা হাসপাতাল থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে ছিল। পাঙ্গি জানান, তিনি তার গ্রামে ফেরার জন্য একটি অটো রিকশা ডেকেছিলেন, কিন্তু পথেই তার স্ত্রী মারা যান। এরপর অটো চালক আর এগিয়ে যেতে রাজি হননি এবং তাদের মাঝপথে নামিয়ে দেন।
অটো চালক নামিয়ে দেওয়ার পর অন্য কোনও ব্যবস্থা না থাকায় পাঙ্গি তার স্ত্রীর মৃতদেহ কাঁধে নিয়ে বাড়ি হাঁটা শুরু করেন। তার বাড়ি সেখান থেকে প্রায় ৮০ কিমি দূরে ছিল। পাঙ্গি কয়েক কিলোমিটার হেঁটে যাওয়ার পর পুলিশ সদস্যরা তাকে দেখতে পান। তখন পুলিশ অ্যাম্বুলেন্স ডেকে তার স্ত্রীর মৃতদেহ বাড়ি পৌঁছে দেয়।