গুজরাতে এবার বানানো হবে ৮ হেক্টরের ‘সিঁদুর বন’, সেনার বীরত্ব ও জাতীয় ঐক্যের নিদর্শন!
৪ জুন : গুজরাত সরকার সম্প্রতি একটি স্মৃতি উদ্যান তৈরির পরিকল্পনা করেছে। কিন্তু কার স্মৃতির উদ্দেশ্যে এই উদ্যান? জানা গিয়েছে, পহেলগাঁও কাণ্ডের প্রত্যাঘাতে ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’-এর স্মৃতিতেই এই উদ্যান তৈরির পরিকল্পনা। অপারেশন সিঁদুরে সেনার বীরত্ব তথা জাতীয় ঐক্যের প্রতি শ্রদ্ধা জানাতেই গুজরাতের কচ্ছে ভারত-পাক সীমান্তের কাছে এই স্মৃতি উদ্যানটি তৈরি করা হবে বলে জানা গিয়েছে। উদ্যানটির নাম রাখা হবে ‘সিঁদুর বন’।
এই প্রসঙ্গে কচ্ছের জেলাশাসক আনন্দ পটেল বলেন, ‘অপারেশন সিঁদুরের সময় নাগরিক সমাজ, সেনা, এয়ার ফোর্স, বিএসএফ এবং অন্যান্য বাহিনী দ্বারা প্রদর্শিত ঐক্যের স্মরণে বনবিভাগের তরফে ‘সিঁদুর বন’ নামে একটি স্মৃতি উদ্যান তৈরি করার পরিকল্পনা করা হয়েছে।’
তিনি আরও জানান যে, এই স্মৃতি উদ্যানটি তৈরি করা হবে মির্জাপুর বনদপ্তরের মালকানাধীন ৮ হেক্টর জমিতে, যা ভুজ-মান্ডবি রোডের কাছে অবস্থিত। পহেলগাঁওয়ে মৃত ২৬ জন নাগরিকের স্মৃতির উদ্দেশ্যে একটি বড় স্মৃতিস্তম্ভও এখানে তৈরি করা হবে। এছাড়াও এই স্মৃতি উদ্যানটিতে প্রায় ৩৫ টি প্রজাতির গাছ থাকবে বলেও জানা গিয়েছে। এই প্রসঙ্গে কচ্ছ সার্কেলের প্রধান বন সংরক্ষক সন্দীপ কুমার বলেন, ‘আমরা প্রতি হেক্টরে ১০,০০০ গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছি। এটি ভুজ অঞ্চলের অন্যতম ঘন একটি বন হয়ে উঠবে।’
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।
