প্রিসাইন্সিয়া স্কুলে মেশিন লার্নিং ও এআই বিষয়ক কর্মশালায় ব্যাপক সাড়া

বরাক তরঙ্গ, ১৫ ফেব্রুয়ারি : হাইলাকান্দি দিবাকর ট্রাস্ট ও প্রিসাইন্সিয়া সিনিয়র সেকেণ্ডারি স্কুলের যৌথ উদ্যোগে শহরের কালীবাড়ি রোডস্থিত প্রিসাইন্সিয়া কোচিং সেন্টারে মেশিন লার্নিং তথা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক একটি বিশেষ বক্তব্যসভা আয়োজিত হয়।

প্রিসাইন্সিয়া স্কুলে মেশিন লার্নিং ও এআই বিষয়ক কর্মশালায় ব্যাপক সাড়া

শনিবার আয়োজিত সভায় মুখ্য অতিথি বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বর্তমানে সুদূর গুজরাটস্থিত আইআইটি গান্ধীনগরে সফট কন্ডেন্সড মেটার নিয়ে গবেষণারত হাইলাকান্দি শহরেরই মেধাবী পদার্থবীদ নোমান হানিফ বড়ভূইয়া। উক্ত বক্তব্যানুষ্ঠানে প্রিসাইন্সিয়া স্কুলের নবম ও একাদশ শ্রেণীর প্রায় ৬০ জন উৎসাহী ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। শুরুতে উত্তরীয়, পুষ্পস্তবক ও স্মৃতিশৌধস্বরূপ একটি স্কুল ব্যাগ উপহার দিয়ে অতিথি বক্তাকে সম্মাননা প্রদান করেন স্কুল এর অন্যতম গণিতশিক্ষক প্রসেনজিত চৌধুরী, অধ্যক্ষ ড. পারিজাত দেব রায় ও বিজ্ঞান শিক্ষিকা জুয়েল দাস। অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের জীববিজ্ঞানের শিক্ষক ড. অভিজিৎ মিত্র। আজকের প্রজন্মের উদীয়মান বিজ্ঞানমনস্ক ছাত্রছাত্রীদের বর্তমান সময়ে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার গবেষণাক্ষেত্রে সাড়া জাগানো মেসিন লার্নিং ও আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বিষয়ের বিবর্তন, ভবিষ্যৎ সম্ভাবনা তথা আজকের দিনে এই আকর্ষণীয় বিষয়টি কোন জায়গায় দাঁড়িয়ে এর সার্বিক বিষয়ে অবগত করানোই ছিল উক্ত অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।

প্রিসাইন্সিয়া স্কুলে মেশিন লার্নিং ও এআই বিষয়ক কর্মশালায় ব্যাপক সাড়া

নোমান হানিফ নিজের বক্তব্যে বলেন, মানবজাতি নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে একের পর এক মেশিন আবিষ্কার করে যাচ্ছে। কিন্তু মেশিনের মধ্যে কৃত্রিম উপায়ে প্রকৃত বুদ্ধিমত্তাকে অভিষিক্ত করা বিজ্ঞানীদের সাম্প্রতিক কৃতিত্ব। যার বৃহৎ ব্যাপ্তিসম্পন্ন ক্ষমতা আগামীদিনে প্রযুক্তির দিক দিয়ে গোটা বিশ্বে এক অত্যাধুনিক নতুন যুগের সূচনা করতে যাচ্ছে। একসময় বিষয়টিকে উপেক্ষা করা একটি বিকল্প ছিল। এখন, মানবজাতির কাছে অন্তত বাহ্যিকভাবে বিষিয়টিকে বোঝা অপরিহার্য হয়ে উঠেছে। মেশিন লার্নিং এর অর্থ কেবল অত্যাধুনিক কম্প্যুটার সফটওয়ারের মাধ্যমে বিভিন্ন কাজগুলোকে স্বয়ংক্রিয় করে তোলা নয়, বরং প্রোটিন ভাঁজ এর সমাধান, নতুন ঔষধ আবিষ্কারে সহায়তা করা তথা তার বাইরেও বিভিন্ন দৈনন্দিন সমস্যার সমাধানে সাফল্য অর্জন করা।

প্রিসাইন্সিয়া স্কুলে মেশিন লার্নিং ও এআই বিষয়ক কর্মশালায় ব্যাপক সাড়া

অবশ্যই, জেনারেটিভ মডেলগুলো ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার একটি বাস্তব ঝুঁকি তৈরি করে। তবে নৈতিক দিক দিয়ে সবকিছুর ভারসাম্য বজায় রেখে এ.আই. উৎপাদিত টেক্সট এবং ছবি সনাক্তকরণেও উন্নতি করার চেষ্টা অব্যাহত রাখছেন বিজ্ঞানীরা। অনুষ্ঠানের শেষ পর্বে ধন্যবাদ জ্ঞাপন বক্তৃতা পরিবেশন করেন প্রসেনজিৎ চৌধুরী। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তী ঘোষণা করা হয়।

Author

Spread the News