ডিলিমিটেশন নিয়ে সোনাবাড়িঘাটে ব্যাপক ক্ষোভ

নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ১৯ সেপ্টেম্বর : জিপি ডিলিমিটিশনে সোনাবাড়িঘাট এলাকাকে অবৈজ্ঞানিক ভাবে কাটছাট করা হয়েছে বলে গুরুতর অভিযোগ উঠলো। বৃহস্পতিবার বিকেলে এক সাংবাদিক বৈঠক ডেকে জিপির একাংশ লোকেরা ডিলিমিটিশনের খসড়া তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। জিপির প্রাক্তন সভানেত্রীর স্বামী সামসুল ইসলাম বড়ভূইয়া ওরফে বুট্টু জানান, ঐতিহ্যবাহী সোনাবাড়িঘাট জিপিকে অযৌক্তিক ভাবে কেটে দেওয়া হয়েছে। আগের সম পর্যায়ে জিপিকে না রাখলে বৃহৎ আন্দোলনের হুমকি দেন তিনি।

তিনি বলেন, জিপিকে অনিয়মিয় ভাবে কাটছাট করা সহ বাঁশকান্দি ব্লকে অন্তর্ভুক্ত করে জনগণকে আরও হয়রানির মুখে ঠেলে দেওয়া হয়েছে। সাতকরাকান্দি ও সোনাবাড়িঘাট জিপি বাঁশকান্দি ব্লকে অন্তর্ভুক্ত করায় দূরত্ব বেশি হয়েছে। পুরনো সোনাই ব্লকে এই দুই জিপিকে অন্তর্ভুক্ত করতে তিনি দাবি তুলেন। এছাড়া বক্তব্য রাখেন জিপির বিশিষ্ট নাগরিক বাবুল আহমেদ লস্কর।

ডিলিমিটেশন নিয়ে সোনাবাড়িঘাটে ব্যাপক ক্ষোভ
ডিলিমিটেশন নিয়ে সোনাবাড়িঘাটে ব্যাপক ক্ষোভ

Author

Spread the News