ঘুড়ি উড়াতে গিয়ে সাত তলা থেকে পড়ে মৃত্যু শিশুর

১১ ফেব্রুয়ারি : ঘুড়ি উড়ানোর সময় বাসার ছাদ থেকে পড়ে মৃত্যু ঘটল শিশুর। সালমান আদিব (১০) নামে ওই শিশু সাত তলার ছাদে উঠে ঘুড়ি উড়ানোর সময় পড়ে যায় এবং মৃত্যু ঘটে। শুক্রবার বেলা ৩টার দিকে বাংলাদেশের খিলক্ষেত বোটঘাট নামাপাড়া এলাকার একটি ৭তলা বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত আদিব কুড়িগ্রামের বুরুঙ্গামারি উপজেলার রুহুল আমিনের ছেলে। সে বোটঘাট নামাপাড়া চানাচুর গলির ওই বাসায় পরিবারের সঙ্গে থাকত। মৃত আদিবের বাবা রুহুল আমিন জানান, আদিব স্থানীয় আলমানার স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র। দুই ভাই এক বোনের মধ্যে আদিব ছিল বড়। শুক্রবার দুপুরে বাসার সবাই ঘুমিয়ে ছিলেন। তখন আদিব একাই ছাদে ঘুড়ি উড়াতে গিয়ে সেখান থেকে নিচে পড়ে যায়। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে রাত ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Author

Spread the News