পশ্চিম শিলচর উল্টো রথযাত্রা মহা মিলন উৎসবকে ঘিরে প্রস্তুতি সম্পন্ন লেঙ্কা মারুপের
বরাক তরঙ্গ, ৪ জুলাই : প্রতি বছরের ন্যায় এবারও শহরতলীর পশ্চিম শিলচর এলাকায় আয়োজিত হতে যাওয়া ফিরা রথযাত্রাকে কেন্দ্র করে গুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে পশ্চিম শিলচর ফিরা রথযাত্রা মহা মিলন উৎসব উদযাপন কমিটি। উৎসবে সহযোগিতার হাত বাড়িয়েছে সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন লেঙ্কা মারুপ। শুক্রবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে লেঙ্কা মারুপের সদস্যরা জানান, ফিরা রথযাত্রা মহা মিলন উৎসবকে ঘিরে সংস্থা প্রতিযোগিতা মূলক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছেন। এদিন ফিরা রথযাত্রায় অংশগ্রহণকারী বিভিন্ন নৃত্য দলকে পুরস্কার বিতরণ করা হবে। এছাড়াও সাজসজ্জার দিকে যেসব রথ দর্শকদের বিশেষ নজর কাড়বে তাদেরকেও তিনটি বিশেষ পুরস্কার তুলে দেবেন লেঙ্কা মারুপের সদস্যরা। নিয়মানুবর্তিতার ক্ষেত্রেও রয়েছে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার। উৎসব শুরু হওয়ার আগে থেকেই লেঙ্কা মারুপের সদস্যরা এলাকার বিভিন্ন অলিগলিতে সাফাই অভিযান করেছেন। অস্থায়ী ভাবে মেরামত করা হয়েছে এলাকার বেশ কয়েকটি সড়কও। উল্লেখ্য লেঙ্কা মারুপের মহিলা শাখাও দীর্ঘদিন ধরে বরাকে সেবামূলক বিভিন্ন কাজ করে আসছে। বিশেষ করে মহিলাদের স্বনির্ভর করতে সংস্থার মহিলা শাখা বিভিন্ন স্থানে নানা ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছেন।
ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রেও লেঙ্কা মারুপের মহিলা শাখার সদস্যারা বিশেষ অবদান রেখেছেন। আগামীতে মহিলাদের সুবিধার্থে আরও কিছু পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত রয়েছে বলে জানিয়েছেন তাঁরা। শনিবার পশ্চিম শিলচর এলাকায় আয়োজিত হতে যাওয়া রথযাত্রা মহা মিলন উৎসবকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন তাঁরা। সাংবাদিক সম্মেলনে লেঙ্কা মারুপের সভাপতি বিমান সিনহা, সাধারণ সম্পাদক সুরজিৎ সিনহা, প্রচার সচিব বিধান সিনহা ও মহিলা শাখার তরফে মৃণালিনী সিনহা ,কেশিকা সিনহা ও ঝুমি সিনহা প্রমুখ উপস্থিত ছিলেন।