শিলচরে জল বিস্ফোরণ

বরাক তরঙ্গ, ১৯ এপ্রিল : গুয়াহাটির মতোই শিলচরেও জল বিস্ফোরণ ঘটল। শিলচর পার্ক রোডে জল বিস্ফোরণ ঘটে। শনিবার দুপুরে জেলা আয়ুক্ত বাংলোর সামনে হঠাৎ করে জলজীবন মিশনের পাইপ ফেটে এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এ নিয়ে আতঙ্কময় পরিবেশ সৃষ্টি হয় শহরে। তবে কী কারনে জলজীবন মিশনের পাইপ ফেটেছে তা এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।

শিলচরে জল বিস্ফোরণ

Author

Spread the News