দু’দিনের সফরসূচি নিয়ে বরাকে আসছেন জল সম্পদ মন্ত্রী পীযূষ

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৯ মে : দু’দিনের সফরসূচি নিয়ে বৃহস্পতিবার বরাক উপত্যকায় আসছেন জলসম্পদ, তথ্য ও জনসংযোগ, সংসদীয় পরিক্ৰমা, সামাজিক ন্যায় দফতরের মন্ত্রী পীযূষ হাজরিকা। আগামীকাল কলকাতা থেকে ১.২০ মিনিটে তিনি কাছাড় জেলার অন্তর্গত কুম্ভিরগ্রাম বিমানবন্দরে অবতরণ করবেন। সেখান থেকে আসবেন শিলচর। শিলচরের বরাইল ভিউ হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চলে যাবেন করিমগঞ্জ জেলার বন্যাকবলিত পাথারকান্দিতে। সড়ক পথে যাওয়ার সময় জেলার বন্যা পরিস্থিতি সহ নদী বাঁধ সংস্কারের অগ্রগতি খতিয়ে দেখবেন মন্ত্রী। এরপর আবার রওয়ানা দেবেন শিলচরের উদ্দেশ্যে।

শুক্রবার মন্ত্রী হাজরিকা কাছাড়, করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলার জলসম্পদ বিভাগের চলমান প্রকল্প, নদী বাঁধ, ত্রাণ ব্যবস্থা সহ বন্যা পরিস্থিতি খতিয়ে দেখবেন স্বচক্ষে। এর পর ২-২০ মিনিটের বিমানে রওয়ানা হবেন দিশপুরের উদ্দেশ্যে।

Author

Spread the News