জল পরীক্ষাগারের কর্মচারীরা কালো বেজ পরিধান করে প্রতিবাদ

বরাক তরঙ্গ, ৫ জুলাই : জনস্বাস্থ্য কারিগরি বিভাগের অন্তর্গত সমগ্র অডম জল পরীক্ষাগার কর্মচারী সংস্থার উদ্যোগে সমগ্র রাজ্যব্যাপী  ১জুলাই থেকে ৬ জুলাই পর্যন্ত কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি নিয়ে কালো বেজ পরিধান করে প্রতিবাদ জানাচ্ছেন কর্মচারীরা। তারই লক্ষীপুর জনস্বাস্থ্য কারিগরি বিভাগের জল পরীক্ষাগারে থাকা কর্মচারীরা সমগ্র অমের পরীক্ষাগার কর্মচারীর সঙ্গে সঙ্গতি রেখে লক্ষীপুর মহকুমা জনস্বাস্থ্য কারিগরি জল পরীক্ষাগার কার্যালয়ে কর্মচারীরা নিজ নিজ কর্মে উপস্থিত থেকে কালা বেজ পরিধান করে গণতান্ত্রিক পদ্ধতিতে বিভাগীয় কর্তৃপক্ষ ও আসাম সরকারের প্রতি প্রতিবাদ জানান।

এই বিষয়ে লক্ষীপুর মহকুমা জন স্বাস্থ্য কারিগরি বিভাগের জল পরীক্ষাগারের এক কর্মচারীকে এই বিষয়ে জানতে চাইলে তিনি জানান, চাকরি নিয়মিত করা, অসম সরকারের অন্যান্য কর্মচারী সম্মোহারে বেতন প্রদান করা সহ আরো অন্যান্য দাবি নিয়ে বহুদিন থেকে সরকার ও বিভাগীয় কর্তৃপক্ষের আবেদন জানিয়ে আসছে। কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষ ও সরকার কেন তাদের এই দাবিতে কেও সাড়া দিচ্ছে না। তারই পরিপ্রেক্ষিতে প্রথম দফা কর্মরত থেকে কালো বেজ পরিধান করে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ জানাচ্ছেন। পরবর্তীতে সরকার তাদের দাবি না মেনে নিলে কর্মবিরতি চালাতে বাধ্য হবেন বলে জানিয়েছেন লক্ষীপুর জনস্বাস্থ্য কারিগরি বিভাগের জল পরীক্ষাগারের এক কর্মচারী।

Author

Spread the News