নীহাররঞ্জনকে সংবর্ধনা কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের

বরাক তরঙ্গ, ২০ মার্চ : ধলাই বিধায়ক নীহাররঞ্জন দাসকে সংবর্ধনা জানালো বরাক উপত্যকা কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদ।
বৃহস্পতিবার পরিষদের কর্মকর্তারা বিধায়ককে উষ্ণ সংবর্ধনা প্রদান করেন। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি সুজিত দাস চৌধুরী, বিপ্লব দাস, জয়ন্ত দাস, বিপ্লব চৌধুরী, রতন দাস, লালবাসি দাস, অর্জুন চৌধুরী, শিবু দাস, নেপালচন্দ্র দাস, গিরীন্দ্র দাস, ডিমান্ দাস সরকার, অরবিন্দু দাস, তাপস দাস,অজিত দাস, প্রাণেশ দাস, অভিনাশ দাস, অঞ্জন চৌধুরী।

নীহাররঞ্জনকে সংবর্ধনা কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের
Spread the News
error: Content is protected !!