ঘূর্ণিঝড় রেমাল, হাইলাকান্দিতে সতর্কতা জারি

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ২৬ মে : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে হাইলাকান্দি জেলার ধস প্রবণ টিলামাটি বেষ্টিত এলাকা গুলির প্রতি নজর রাখতে সতর্কতা জারি করা হয়েছে। জেলা প্রশাসনের বিপর্যয় শাখা থেকে প্রচারিত এক আবেদনে জেলার সার্কল অফিসারদেরকে তাদের নিজ নিজ এলাকার ধ্বসপ্রবন এলাকাগুলির জনসাধারনকে এ ব্যাপারে সচেতন করে তুলতে পদক্ষেপ নিতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড়ো হাওয়া এবং অত্যধিক বৃষ্টিপাতের ফলে জীবন ও সম্পত্তির হানি যাতে না-হয়, সেজন্য জনসাধারণকে সতর্ক থাকতেও প্রশাসনের বিপর্যয় শাখা থেকে আবেদন জানানো হয়েছে। উল্লেখ্য ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে আগামীকাল সোমবার এবং পরের দিন মঙ্গলবার হাইলাকান্দি জেলার উপর দিয়ে ঝড়ো ঘূর্ণি হাওয়া  ও অত্যধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া বিজ্ঞান বিভাগের সর্তকতায় জানানো হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে যদি অত্যধিক বৃষ্টিপাতের ফলে নদী গুলির জলস্ফীতি বিপদসীমার উপরে চলে যায় তবে সে ক্ষেত্রে হাইলাকান্দি জেলার আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগ পরিচালিত ফেরি নৌকা এবং ইঞ্জিন চালিত নৌকা গুলির চলাচলের উপর  নিষেধাজ্ঞা আরোপ করতেও প্রশাসন থেকে সতর্কতা জারি করা হয়েছে।

Author

Spread the News