বাড়ির ওপর ভেঙে পড়ল যুদ্ধ বিমান, নিহত ২

৮ মে : দুর্ঘটনার কবলে MIG 21 যুদ্ধ বিমান। সোমবার সকালে রাজস্থানের হনুমানগড়ে বিমান বাহিনীর (IAF) একটি যুদ্ধবিমান (MIG 21) দুর্ঘটনার কবলে পড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় পর বিমানে থাকা দুই পাইলটকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে। তবে এই দুর্ঘটনায় ২ গ্রামবাসীর মৃত্যু হয়েছে।

পুলিশ সুপার সুধীর চৌধুরী জানিয়েছেন, মিগ ২১ যুদ্ধবিমানটি হঠাত্‍ করেই একটি বাড়ির ওপর ভেঙে পড়ে। ফাইটার জেট দুর্ঘটনায় ২ গ্রামবাসী নিহত হয়েছেন এবং ১ জন গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যথাযথ চিকিত্‍সার ব্যবস্থা করা হচ্ছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে বিপুল সংখ্যক মানুষ ভিড় জমান। চলছে উদ্ধারের কাজ। সাধারণ মানুষ উদ্ধার কাজে সহযোগিতা করছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে সেনাবাহিনীর সদস্যরা।

ঠিক কী কারণে ভেঙে পড়ল সেনাবাহিনীর মিগ ২১ যুদ্ধবিমানটি, তার কারণ এখনও জানা যায়নি। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে তদন্তকারী দল। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক ভাবে সন্দেহ প্রযুক্তিগত ত্রুটির কারণেই যুদ্ধবিমানটি ভেঙে পড়ে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, দুর্ঘটনায় বিমানে থাকা দুই পাইলটই নিরাপদে রয়েছেন। বায়ুসেনা সূত্রে খবর, মিগ 21 যুদ্ধবিমানটি সুরতগড় থেকে ওড়ার পর দুর্ঘটনার কবলে পড়ে। বিমান দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত।

Author

Spread the News