ওয়াকফ আইন, ঐক্যবদ্ধ গণতান্ত্রিকভাবে প্রতিবাদের আহ্বান সুন্নি ফাউন্ডেশনের

বরাক তরঙ্গ, ১৯ এপ্রিল : ওয়াকফ সংশোধন আইনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণতান্ত্রিকভাবে প্রতিবাদের আহ্বান জানালো কাছাড় সুন্নি ফাউন্ডেশন।শুক্রবার কাছাড় সুন্নি ফাউন্ডেশনের উদ্যোগে সোনাই রোডের অস্থায়ী কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন ডেকে ফাউন্ডেশনের সদস্যরা ওয়াকফ সংশোধন আইনের তীব্র বিরোধিতা করেন। সদস্যরা কেন্দ্রীয় সরকারের নিন্দা জানিয়ে বলেন, মুসলিমদের দানকৃত জমি বা খয়রাত মুসলিম সম্প্রদায়ের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য ভারতবর্ষে বিগত ১৯১৩ সালে ব্রিটিশদের শাসনকালে ওয়াকফ বোর্ড গঠন করা হয়। এবং ১৯৫৪ সালের ওয়াকাপ আইন বানানো হয় তারপর সমস্ত ভারতবর্ষ নিয়ে ১৯৬৪ সালে ভারতীয় মুসলমানদের জন্য ওয়াকফ কাউন্সিল প্রতিষ্ঠিত হয়। তাই বর্তমান সরকার আইন প্রণয়ন করে ওয়াকফের কর্মক্ষমতা দমন করা কোন অবস্থায় মেনে নেওয়া যায় না বলে জানান। তাঁদের দৃঢ় বিশ্বাস সুপ্রিম কোর্ট এই আইন নিয়ে এবং গণতন্ত্র রক্ষার্থে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে।

এ দিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সম্পাদক আয়ুব উদ্দিন লস্কর, সহ-সভাপতি আনোয়ার হোসেন মজুমদার, সহ-সম্পাদক হুসেন আহমেদ মজুমদার, শিপন মজুমদার, নুরুল হুসেন মজুমদার, কইনুল ইসলাম মজুমদার, মাসুম বড়ভূইয়া, ইসলাম উদ্দিন লস্কর, মহসিন আহমেদ বড়ভূইয়া, শাকিল লস্কর, রমিজ উদ্দিন লস্কর, লাকি লস্কর, দিলবার হুসেন বড়ভূইয়া প্রমুখ।

ওয়াকফ আইন, ঐক্যবদ্ধ গণতান্ত্রিকভাবে প্রতিবাদের আহ্বান সুন্নি ফাউন্ডেশনের

Author

Spread the News