গ্রিন এনার্জির ব্যবহার বৃদ্ধি নিয়ে “ওয়াকাথন”‌ ওএনজিসির

বরাক তরঙ্গ, ১৬ ফেব্রুয়ারি : পরিবেশকে স্বচ্ছ ও প্রদর্শন মুক্ত রাখতে হাইড্রোকার্বনের কম ব্যবহার সহ গ্রিন এনার্জির ব্যবহার বৃদ্ধি নিয়ে রবিবার এক সচেতনতা পদযাত্রা করলো ওএনজিসি। ওএনজিসি শ্রীকোণার উদ্যোগে আয়োজিত পথযাত্রার নাম দেওয়া হয় “ওয়াকাথন”‌ এর মূল বার্তা ছিল হাইড্রোকার্বনের কম ব্যবহার করে হাইড্রোকার্বনকে সংরক্ষণ করা। তাছাড়া পরিবেশকে প্রদূষণ মুক্ত ও স্বচ্ছ হিসেবে গড়ে তুলতে গ্রীন এনার্জির ব্যবহারের উপর জোর দেওয়া।

গ্রিন এনার্জির ব্যবহার বৃদ্ধি নিয়ে "ওয়াকাথন"‌ ওএনজিসির

এবিষয়ে ওএনজিসির এসেট ম্যানেজার সতিষ কোহলি জানান, ভবিষ্যতে পরিবেশকে দূষণমুক্ত রাখতে গ্রিন এনার্জির ব্যবহার বাড়াতে হবে। বিশেষ করে ইলেকট্রিক গাড়ি ও সোলার প্যানেলের ব্যবহার বৃদ্ধির উপর জোর দেন তিনি। রবিবার সকালে শিলচর সুভাষ নগর ওএনজিসি কার্যালয় থেকে শুরু হওয়া এই সচেতনামূলক পদযাত্রা শিলচর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। ওএনজিসি এর আধিকারিক ও কর্মচারীরা এত সামিল হন। সচেতনতামূলক স্লোগান দেন তাঁরা। শুরুতে এসেট ম্যানেজার সতিষ কোহলি সহ অন্যান্যরা ফ্ল্যাগ অফ করে এই পদযাত্রার সূচনা করেন।
অনুষ্ঠানে যোগদান করেন ওএনজিসির জিএম তেজস্বী কুমার টনি, ইনচার্জ এইচআরইআর মনিষ চঞ্চল সহ অন্যান্যরা।

গ্রিন এনার্জির ব্যবহার বৃদ্ধি নিয়ে "ওয়াকাথন"‌ ওএনজিসির
গ্রিন এনার্জির ব্যবহার বৃদ্ধি নিয়ে "ওয়াকাথন"‌ ওএনজিসির
Spread the News
error: Content is protected !!