নারীশিক্ষায় অস্ত্রোপচারের সময় হাতেনাতে ধরা পড়ল ভুয়ো চিকিৎসক
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৩ আগস্ট : শিলচরের স্বাস্থ্য ব্যবস্থায় নেমে এল এক অপ্রত্যাশিত বিপর্যয়! শহরের অন্যতম পরিচিত শিবসুন্দরী নারীশিক্ষা সেবাশ্রম হাসপাতালে ধরা পড়েছে এক ভুয়ো চিকিৎসক, যিনি দীর্ঘদিন ধরে রোগীর জীবন নিয়ে চালিয়ে যাচ্ছিলেন মারাত্মক প্রতারণা। ধৃত ব্যক্তির নাম পুলক মালাকার। অভিযোগ, তাঁর নেই কোনও বৈধ চিকিৎসা অনুমোদন, তবুও সে চালাচ্ছিল অস্ত্রোপচার থেকে শুরু করে নানা চিকিৎসা। অবশেষে এক গর্ভবতী মহিলার অস্ত্রোপচারের সময় পুলিশের হস্তক্ষেপে হাতেনাতে ধরা পড়ে। পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর রবিবার পেশ করা হয় আদালতে। আদালতের নির্দেশে তাকে জিজ্ঞাসাবাদ করতে ৫ দিনের জন্য নিয়ে যাওয়া হয়েছে পুলিশ হেফাজতে। খবর অনুযায়ী পুলক মালাকার ওড়িশা কাউন্সিল অব মেডিক্যাল ও উৎকল ইউনিভার্সিটি থেকে ইস্যু করা হয়েছে বলে দাবি করে যেসব সার্টিফিকেট দেখিয়েছেন পুলিশের কাছে সেসব মোটেই গ্রহণযোগ্য মনে হয়নি।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শিলচর শহরে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য ও ক্ষোভ। স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলেছেন “কে দেবে এই চিকিৎসা-প্রহসনের দায়?” কাছাড় পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। জিজ্ঞাসাবাদ চলছে হাসপাতাল কর্তৃপক্ষকে। পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে— এই ভুয়ো চিকিৎসক কাদের মদতে এতদিন ধরে অনায়াসে চালিয়ে যেতে পারল এই ভয়ঙ্কর প্রতারণা! এই ঘটনার প্রেক্ষিতে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে গভীর উদ্বেগ।