মাতৃভূমি-র দ্বিতীয় রাউন্ডে ভিএসএম ক্লাব জয়নগর

কে দাশ, ধলাই।
বরাক তরঙ্গ, ৮ আগস্ট : মাতৃভূমি কাপ ফুটবলের দ্বিতীয় রাউন্ডে পৌঁছাল ভিএসএম ক্লাব জয়নগর। ধলাইর বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমূখী বিদ্যালয়ের খেলার মাঠে এদিন ‘বি’ গ্রুপের অন্তিম খেলায় প্রতিপক্ষ মথুরাপুর (বি) এফসি দলকে টাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে পরাজিত করেছে তারা। 

এদিন খেলার প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকে ভিএসএম ক্লাব, খেলার ১৫ ও ৩৪ মিনিটে গোল করেন অভজিৎ ও রনান্দো। দুই গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে গোলের ব্যবধান বাড়াতে তৎপর ছিল ভিএসএম ক্লাব জয়নগর। অন্যদিকে সমতায় ফিরতে ঝাঁপিয়ে পড়ে মথুরাপুর (বি) এফসি। বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয়ার্ধের খেলার পর পর তিনটি গোল করে মথুরাপুর ‘বি’ দল। খেলার ৩৬ ও ৪২ মথুরাপুর দলের বিজু জোড়া গোল ও ৫০ মিনিটে অমস নিজের দলের হয়ে গোল করেন। খেলার প্রায় শেষ লগ্নে ৬৩ মিনিটের মাথায় ভিএসএম ক্লাবের হয়ে তৃতীয় গোল করে দলকে সমতায় ফেরান দীনেশ। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকার পর্যন্ত। অবশেষে টাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে জয়লাভ করে ভিএসএম ক্লাব জয়নগর মাতৃভূমি কাপের দ্বিতীয় রাউন্ডের ছাড়পত্র আদায় করে নেয়। 

এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন মথুরাপুর ‘বি’ দলের খেলোয়াড় বিজু। তাঁর হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন এদিনের আমন্ত্রিত অতিথি ধলাই জিপির প্রাক্তন সভাপতি শঙ্কর ভট্টাচার্য ও প্রাক্তন ফুটবলার শিশিরকান্তি বর্মণ। এদিনের খেলা পরিচালনা করেন কমরুজ্জামান লস্কর, প্রবীন বর্মণ, জাফর বড়ভূইয়া ও এলমিন খাসিয়া। শনিবার গ্রুপ ‘সি’-র প্রথম খেলায় গুরুদয়ালপুর এফসি ও দর্মিখাল এফসি পরষ্পরের মোকাবিলা করবে বলে জানান আয়োজক মাতৃভূমি-র ক্রীড়া সম্পাদক পিঙ্কু বর্মণ।

Spread the News
error: Content is protected !!