জমা জল : শিলচর চিত্তরঞ্জন লেনের  ভোটারদের ভোট বয়কট

জমা জল : শিলচর চিত্তরঞ্জন লেনের  ভোটারদের ভোট বয়কট

বরাক তরঙ্গ, ২৬ এপ্রিল : সিদ্ধান্ত মতো ভোট বয়কট করলেন শিলচর চিত্তরঞ্জন লেনের ১২০ জনের মতো ভোটার। ভোট বয়কটের একমাত্র কারণ হল জমা জল থেকে রেহাই পেতে সরকারি কর্মচারী থেকে শুরু করে জনপ্রতিনিধিদের কাছে উপেক্ষিত হওয়া। গত দশ বছর থেকে নিউ শিলচর এলাকার চিত্তরঞ্জন লেনে বাসিন্দারা জমা জল সমস্যায় ভুগছেন। এক পশলা বৃষ্টিতে প্রায় হাঁটু জলে পরিণত হয় গলিটি। বৃষ্টি মরসুমে মাসের পর মাস গলিতে জল থেকে যায়। তিন বছর থেকে জেলা প্রশাসনের বিভিন্ন বিভাগ থেকে শুরু করে সাংসদ, বিধায়ক ও শিলচর পুর কমিশনারদের জানানো সত্বেও বৃষ্টির জমা জল নিষ্কাশনের জন্য কোনও ধরনের উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়নি বলে সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ তুলেন বসবাসকারী জনগন।

বৃহস্পতিবার সাংবাদিক ডেকে প্রতিবাদস্বরূপ ভোট বয়কটের ডাক দেন। এবং ভোট বয়কটের একটি ব্যানারও টাঙিয়ে দেন তাঁরা।

জমা জল : শিলচর চিত্তরঞ্জন লেনের  ভোটারদের ভোট বয়কট

অন্যদিকে, এই চিত্তরঞ্জন লেনের বসবাসকারী প্রায় ২২টি পরিবারের ১২০ জন ভোটার ভোট বয়কট করবেন বলে জানিয়ে দেন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডাঃ এবি নাগ, পাপিয়া নাগ, কঙ্কনা নাথ, অমিতাভ দেব, চন্দ্রা দেব, শম্পা দেব, ইন্দিরা আদিত্য, অপরাজিতা আদিত্য সহ অন্যান্যরা। শুক্রবার খবর পেয়ে রাঙ্গিরখাড়ি পুলিশ পৌঁছে। তবে ভোট বয়কটের সিদ্ধান্তে অনড় থাকেন ভুক্তভোগীরা।

Author

Spread the News