ঘাড়মোড়া ও রামনাথপুর এলাকায় চা বাগানের ভোটার সচেতনতা এসভিইইপি সেলের
বরাক তরঙ্গ, ২৩ মার্চ : দক্ষিণ হাইলাকান্দির পাহাড়ি এলাকায়ও লোকসভা নির্বাচনের আগাম বার্তা পৌঁছে দিতে তৎপরতা শুরু করেছে নির্বাচনী প্রচার বিভাগ।
হাইলাকান্দি জেলায় এবছর ভোটদানের হার বৃদ্ধি করতে ব্যাপক কার্যসূচী গ্রহণ করেছে হাইলাকান্দি জেলা প্রশাসন। তাই জেলায় বিগত নির্বাচনে ভোটের হার কম হওয়া এলাকা গুলোতে প্রাথমিকভাবে হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে ভোটার সচেতনতা অব্যাহত রয়েছে জেলা প্রশাসনের। মূলত ভোটের তারিখ ঘোষণা হওয়ার পর এবার জনগণের মধ্যে ভোটদানের আগ্রহ বৃদ্ধি করতে হাইলাকান্দি জেলা নির্বাচনী প্রচার বিভাগ তৎপরতা শুরু করেছে। আগামী ২৬ এপ্রিলে করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের অন্তর্গত হাইলাকান্দি জেলাতে ও দ্বিতীয় দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচন পর্বকে দেশের গর্ব হিসেবে আখ্যায়িত করেছে ভারতীয় নির্বাচন কমিশন। আর এনিয়ে জন সচেতনতা বৃদ্ধি করতে হাইলাকান্দি জেলায় তৎপরতা চালিয়ে যাচ্ছে সরকারি প্রচার বিভাগ। গত শুক্রবার হাইলাকান্দি জেলার দক্ষিণ হাইলাকান্দি উন্নয়ন খণ্ড এলাকার ঘাড়মোড়ার পার্শ্ববর্তী গাইচেনাউরি ও রামনাথপুর এলাকায় কাঞ্চীওয়ালা গ্রামের ধলেশ্বরী নদীর তীরে জনগণের সঙ্গে সরাসরি কথা বলতে প্রচার বিভাগ মাঠে নামে।
এদিন এসভিইইপি সেলের পক্ষ থেকে অতিরিক্ত আয়ুক্ত পূজা দাওলাগপুর নেতৃত্বে এক প্রতিনিধি দল ওই এলাকা সহ পার্শবর্তী এলাকায় উপস্থিত হয়ে ভোটার দের সাথে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং আগামী ২৬ এপ্রিল সবাইকে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে সবার প্রতি অনুরোধ জানান। এলাকার বিএলও অসিম দাস, শুভন দাস, শংকর নাথ, রঞ্জিত দাস প্রমুখ।
বিশেষ করে নতুন ভোটার,মহিলা ভোটার ও প্রবীণ ভোটারদের ভোটদানের আহ্বান জানান শংকর চৌধুরী, কয়েস আহমেদ বড়ভূইয়া, রাজদীপ সুজিত দাস প্রমুখ। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী আয়ুক্ত পূজা দাওলাগপু।