জামিরা মডেল ডিগ্রি কলেজে ভোটার সচেতনতা
বরাক তরঙ্গ, ২৭ মার্চ : লোকসভা নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আসার সঙ্গে সঙ্গে সরকারি প্রচার ও জোর কদমে চলছে হাইলাকান্দিতে। বিশেষ করে নতুন ভোটারদের নিজেদের মৌলিক অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে তৎপর রয়েছে হাইলাকান্দি জেলা নির্বাচনী এসভিইইপি সেলের। বুধবার দক্ষিণ হাইলাকান্দির জামিরা এলাকার পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় সরকারি মডেল কলেজে এনএসএস বিভাগ ও হাইলাকান্দি জেলা প্রশাসনের প্রচার বিভাগের যৌথ আয়োজন এক ভোটার সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।
শুরুতে কলেজ অধ্যক্ষ সাইদুর রহমান বড়ভূইয়া সবাইকে স্বাগত জানান। এর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার ইলেকশন ম্যাসকট পায়রার ছবি যুক্ত একটি সেলফি বুথ কলেজ প্রাঙ্গনে সংস্থাপন করা হয়। এসভিইইপি সেলের পক্ষ থেকে শংকর চৌধুরী সচেতনতা সভার সূচনা করেন বিভিন্ন তথ্য সম্বলিত বক্তব্যের মাধ্যমে। তিনি জানান আগামী ২৬ এপ্রিল লোকসভা নির্বাচন। আর এই নির্বাচনে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হওয়া সবাই কে নিজেদের ভোটাধিকার সাব্যস্ত করার জন্য অনুরোধ জানান।
প্রাসঙ্গিক বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ শাহনাজ সানু, আইকিউসি সংযোজক নজমুল হোসেন লস্কর, ইতিহাস বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান মাহবুর রহমান লস্কর, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান তিতান রুদ্রপাল প্রমুখ। এছাড়াও জেলা নির্বাচনী প্রচার বিভাগের পক্ষে বক্তব্য রাখেন হৃদম ঘোষ। মহিলা দের ভোট দানে এগিয়ে আসার জন্য আহ্বান জানান। শপথ বাক্য পাঠ করান শংকর চৌধুরী।
এছাড়াও বিশ্ব থিয়েটার দিবস উপলক্ষে নাট্যকর্মী বিপ্লব দাসের পরিচালনায় এক ভোট সংক্রান্ত জন সচেতনতামূলক পথ নাটিকা অনুষ্ঠিত হয়। এতে অংশ গ্রহণ করেন কয়েস আহমেদ বড়ভূইয়া, শংকর চৌধুরী, বিজয়িনী ভট্টাচার্য, হৃদয় ঘোষ, সুজিত দাস প্রমুখ।
এদিকে, বৃহস্পতিবার কাটলিছড়া এস কে রায় কলেজে নব প্রজন্মের ভোটারদের নিয়ে অনুরূপ এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান সহকারী আয়ুক্ত পূজা দাওলাগপু। এতে কাটলিছড়া অঞ্চলের সচেতন নাগরিকদের ও অংশ গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।