মহাসপ্তমীর রাতেই রাধামাধব রোডে দর্শনার্থীদের ঢল
রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৯ সেপ্টেম্বর : মহাসপ্তমীর রাতে শিলচর শহরের বেশ কয়েকটি মণ্ডপে দর্শনার্থীদের ঢল নামল। ষষ্ঠীর পর সপ্তমীর রাতেই বিলপারের দু’টি মণ্ডপের দেবী দর্শনে ভিড় ছিল লক্ষণীয়। সপ্তমীর লোকারণ্য দেখে অষ্টমী ও নবমীর রাতে কী হবে ভাবতে ভয় হয়। হয়তো পা আর চলবে না। একই অবস্থা ছিল দক্ষিণ বিলপার পাবলিক স্কুল রোডেও। বিলপার শঙ্কর দিঘী আপনজন দুর্গাপূজা মণ্ডপ ছিল দর্শনার্থীদের দখলে।
এছাড়া তারাপুর রেল স্টেশন দুর্গাপূজা কমিটি, শিলচর মধ্য শহর দুর্গাপূজা, সোনাই রোড তরুণ ক্লাব দুর্গাপূজা কমিটি, অম্বিকাপট্টি শ্মশান রোড দূর্গা পূজা কমিটি, শিলচর মেহেরপুর অ্যাপেলো ক্লাব আলোক সজ্জায় থাকছে দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ। রাত যতই বাড়ছে ততই ভিড় বাড়তে থাকে। তারাপুরে পল্লী ক্লাব ও কালীমোহন রোডের দু’টি মণ্ডপে ছিল জনস্রোত।
এদিকে, শহরের প্রায় প্রত্যেকটি পুজা মণ্ডপে সঙ্গীত শিল্পী জুবিন গর্গকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে দেখা যায়।